১০:০৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০১ জানুয়ারী ২০২৬, ১৮ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

রাজারহাটে জামায়াতের দাওয়াতি কর্মসূচি: বাড়ি বাড়ি গিয়ে ভোট প্রার্থনা

{"data":{"activityName":"","alias":"","appversion":"0.0.1","editType":"image_edit","exportType":"ads_export","filterId":"2422686454","imageEffectId":"","os":"android","pictureId":"f930c83a6608433fbb1bc415e4184b9b","playId":"","product":"lv","infoStickerId":"","stickerId":""},"source_type":"vicut","tiktok_developers_3p_anchor_params":"{"source_type":"vicut","client_key":"aw889s25wozf8s7e","picture_template_id":"","capability_name":"retouch_edit_tool"}"}

কুড়িগ্রামের রাজারহাট উপজেলার বিদ্যানন্দ ইউনিয়নের ৩নং ওয়ার্ডে বাংলাদেশ জামায়াতে ইসলামী বিদ্যানন্দ ইউনিয়ন শাখার নেতাকর্মীরা গণসংযোগ ও দাওয়াতি কার্যক্রম পরিচালনা করেছেন। সোমবার (১৫ সেপ্টেম্বর ২০২৫) ভোরে ফজরের নামাজ শেষে এ কার্যক্রম শুরু হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ইউনিয়নের চতুরা মৌজার প্রতিটি বাড়ি বাড়ি গিয়ে নেতাকর্মীরা ভোটারদের সাথে কুশল বিনিময় করেন এবং আগামী জাতীয় নির্বাচনে দাড়িপাল্লা মার্কায় ভোট দেওয়ার আহ্বান জানান। এসময় তারা জামায়াতের রাজনৈতিক অবস্থান, উন্নয়ন ভাবনা এবং দলীয় প্রার্থীর পক্ষে বক্তব্য উপস্থাপন করেন।

জানা গেছে, গত ১৩ সেপ্টেম্বর থেকে শুরু হওয়া জামায়াতের এ দাওয়াতি কর্মসূচি সারা দেশে একযোগে চলছে এবং আগামী ২৭ সেপ্টেম্বর পর্যন্ত এটি অব্যাহত থাকবে। স্থানীয় পর্যায়ে এ ধরনের কর্মসূচির মাধ্যমে দলীয় নেতা-কর্মীরা জনগণের সাথে সরাসরি যোগাযোগ স্থাপন করে তাদের সমর্থন আদায়ের চেষ্টা করছেন।

দিনব্যাপী এ গণসংযোগ কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিদ্যানন্দ ইউনিয়ন জামায়াতের সভাপতি আব্দুল মতিন, সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন মজু, জামায়াত নেতা আব্দুল মমিন, রাজারহাট উপজেলা যুব বিভাগের সাধারণ সম্পাদক আরিফুল ইসলামসহ স্থানীয় কর্মী ইয়াসিন, শাহ আলম, নাহিদ ইসলাম প্রমুখ।

এ সময় নেতৃবৃন্দ দলীয় কর্মীদেরকে শান্তিপূর্ণভাবে প্রচারণা চালানোর নির্দেশনা দেন এবং আসন্ন নির্বাচনে সংগঠিতভাবে কাজ করার আহ্বান জানান।

জনপ্রিয় সংবাদ

রাজারহাটে জামায়াতের দাওয়াতি কর্মসূচি: বাড়ি বাড়ি গিয়ে ভোট প্রার্থনা

আপডেট সময় : ০১:০০:৫০ অপরাহ্ন, সোমবার, ১৫ সেপ্টেম্বর ২০২৫

কুড়িগ্রামের রাজারহাট উপজেলার বিদ্যানন্দ ইউনিয়নের ৩নং ওয়ার্ডে বাংলাদেশ জামায়াতে ইসলামী বিদ্যানন্দ ইউনিয়ন শাখার নেতাকর্মীরা গণসংযোগ ও দাওয়াতি কার্যক্রম পরিচালনা করেছেন। সোমবার (১৫ সেপ্টেম্বর ২০২৫) ভোরে ফজরের নামাজ শেষে এ কার্যক্রম শুরু হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ইউনিয়নের চতুরা মৌজার প্রতিটি বাড়ি বাড়ি গিয়ে নেতাকর্মীরা ভোটারদের সাথে কুশল বিনিময় করেন এবং আগামী জাতীয় নির্বাচনে দাড়িপাল্লা মার্কায় ভোট দেওয়ার আহ্বান জানান। এসময় তারা জামায়াতের রাজনৈতিক অবস্থান, উন্নয়ন ভাবনা এবং দলীয় প্রার্থীর পক্ষে বক্তব্য উপস্থাপন করেন।

জানা গেছে, গত ১৩ সেপ্টেম্বর থেকে শুরু হওয়া জামায়াতের এ দাওয়াতি কর্মসূচি সারা দেশে একযোগে চলছে এবং আগামী ২৭ সেপ্টেম্বর পর্যন্ত এটি অব্যাহত থাকবে। স্থানীয় পর্যায়ে এ ধরনের কর্মসূচির মাধ্যমে দলীয় নেতা-কর্মীরা জনগণের সাথে সরাসরি যোগাযোগ স্থাপন করে তাদের সমর্থন আদায়ের চেষ্টা করছেন।

দিনব্যাপী এ গণসংযোগ কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিদ্যানন্দ ইউনিয়ন জামায়াতের সভাপতি আব্দুল মতিন, সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন মজু, জামায়াত নেতা আব্দুল মমিন, রাজারহাট উপজেলা যুব বিভাগের সাধারণ সম্পাদক আরিফুল ইসলামসহ স্থানীয় কর্মী ইয়াসিন, শাহ আলম, নাহিদ ইসলাম প্রমুখ।

এ সময় নেতৃবৃন্দ দলীয় কর্মীদেরকে শান্তিপূর্ণভাবে প্রচারণা চালানোর নির্দেশনা দেন এবং আসন্ন নির্বাচনে সংগঠিতভাবে কাজ করার আহ্বান জানান।