০৫:১৬ পূর্বাহ্ন, রবিবার, ২৮ ডিসেম্বর ২০২৫, ১৩ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

সরকার উৎখাত চেষ্টার অভিযোগ, বাংলাদেশি বংশোদ্ভূত মার্কিন নাগরিক রিমান্ডে

অন্তর্বর্তী সরকারকে উৎখাতের ষড়যন্ত্রে জড়িত থাকার অভিযোগে বাংলাদেশি বংশোদ্ভূত মার্কিন নাগরিক এনায়েত করিম চৌধুরীকে দুই দিনের রিমান্ডে পাঠানোর আদেশ দিয়েছে আদালত।

মামলার তদন্ত কর্মকর্তার করা ১০ দিনের রিমান্ড আবেদনের শুনানি শেষে সোমবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আতিকুর রহমান এ আদেশ দেন।

রমনা মডেল থানায় সন্ত্রাসবিরোধী আইনে করা মামলায় এ রিমান্ড মঞ্জুর হয়।

গত শনিবার সকাল সাড়ে দশটার দিকে রমনা মডেল থানার পুলিশ তাকে আটক করে। সে সময় তিনি একটি প্রাডো গাড়িতে সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করছিলেন। জিজ্ঞাসাবাদে সন্তোষজনক উত্তর দিতে না পারায় তাকে পুলিশ হেফাজতে নেওয়া হয়।

পরে ওই দিন বিকেলে তাকে ৫৪ ধারায় গ্রেপ্তার দেখিয়ে সাত দিনের রিমান্ড আবেদন করেন থানার এসআই আজিজুল হাকিম।

তবে সেদিন আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়ে সোমবার রিমান্ড শুনানির তারিখ নির্ধারণ করে। এ সময়ের মধ্যে তার বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা দায়ের করে পুলিশ এবং সেই মামলায় গ্রেপ্তার দেখিয়ে রিমান্ড আবেদন করা হয়।

এমআর/সবা

জনপ্রিয় সংবাদ

সব রেকর্ড ভেঙে স্বর্ণের দামে নতুন ইতিহাস, ভরি ছাড়াল দুই লাখ ২৭ হাজার

সরকার উৎখাত চেষ্টার অভিযোগ, বাংলাদেশি বংশোদ্ভূত মার্কিন নাগরিক রিমান্ডে

আপডেট সময় : ০৮:৪৯:০৩ অপরাহ্ন, সোমবার, ১৫ সেপ্টেম্বর ২০২৫

অন্তর্বর্তী সরকারকে উৎখাতের ষড়যন্ত্রে জড়িত থাকার অভিযোগে বাংলাদেশি বংশোদ্ভূত মার্কিন নাগরিক এনায়েত করিম চৌধুরীকে দুই দিনের রিমান্ডে পাঠানোর আদেশ দিয়েছে আদালত।

মামলার তদন্ত কর্মকর্তার করা ১০ দিনের রিমান্ড আবেদনের শুনানি শেষে সোমবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আতিকুর রহমান এ আদেশ দেন।

রমনা মডেল থানায় সন্ত্রাসবিরোধী আইনে করা মামলায় এ রিমান্ড মঞ্জুর হয়।

গত শনিবার সকাল সাড়ে দশটার দিকে রমনা মডেল থানার পুলিশ তাকে আটক করে। সে সময় তিনি একটি প্রাডো গাড়িতে সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করছিলেন। জিজ্ঞাসাবাদে সন্তোষজনক উত্তর দিতে না পারায় তাকে পুলিশ হেফাজতে নেওয়া হয়।

পরে ওই দিন বিকেলে তাকে ৫৪ ধারায় গ্রেপ্তার দেখিয়ে সাত দিনের রিমান্ড আবেদন করেন থানার এসআই আজিজুল হাকিম।

তবে সেদিন আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়ে সোমবার রিমান্ড শুনানির তারিখ নির্ধারণ করে। এ সময়ের মধ্যে তার বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা দায়ের করে পুলিশ এবং সেই মামলায় গ্রেপ্তার দেখিয়ে রিমান্ড আবেদন করা হয়।

এমআর/সবা