কুড়িগ্রামের চিলমারীতে রোপা আমন ক্ষেতে ইদুরের উপদ্রব বৃদ্ধি পাওয়ায় দিশেহারা হয়ে পড়েছে কৃষকরা। ক্ষেতের কাঁচা ধান কেটে সাবার করে দিচ্ছে ইদুর। চিলমারীতে ৩ দফা বন্যায় আমন ক্ষেত বিনষ্ট হয়ে যায়। বন্যার ক্ষতি পুষিয়ে নিতে কৃষকরা দূর-দূরান্ত থেকে চড়া দামে আমন চারা সংগ্রহ করে তৃতীয় দফা আমন ক্ষেত রোপন করে। বন্যার ধকল সইতে না সইতে শুরু হয়েছে আমন ক্ষেতে ইদুরের আক্রমন। জঙ্গল থেকে দলেদলে নেমে এসে সারা রাত ধরে ধান কাটছে ইদুর। মনে হয় যেন কোন মানুষ কাঁচি দিয়ে ধান কেটেছে। বিষটোপ, দেশীয় বাঁশের তৈরী ফাঁদ, পলিথিনের ঝান্ডা ব্যবহার করে ইদুরের আক্রমণ দমানোর চেষ্টা করছেন কৃষকরা। এতে তেমন কোন ফল পাওয়া যাচ্ছে না। থানাহাট ইউনিয়নের গাবেরতল এলাকার কৃষক নজরুল ইসলাম জানান, আমার জমিতে আমন ক্ষেতের কেবল মাত্র থোর হয়েছে। ইঁদুর ধান কেটে সাবার করে দিচ্ছে। কোনভাবে ইদুরকে রোধ করা যাচ্ছে না। রমনা মডেল ইউনিয়নের জোড়গাছ এলাকার আমিনুল ইসলাম বলেন, ধান ক্ষেতে যে ভাবে ইদুর উপদ্রব করছে তাতে আমার জমির ধানের গাছ কয়েক দিনের মধ্যে সাবার করে দিবে।
উপজেলা কৃষি কর্মকর্তা কুমার প্রণয় বিষান দাস জানান, ইঁদুর অত্যন্ত ধুরন্ধর প্রাণী। সমন্বিত উদ্যোগ ছাড়া ইঁদুর নিধন করা সম্ভব হয় না। তবে বিষটোপ, বাঁশের তৈরী ফাঁদ, আগুন জ¦ালিয়ে কিংবা ড্রাম পিটিয়ে শব্দ করে ইঁদুর কিছুটা রোধ করা যায়।
























