জাতীয় দৈনিক সবুজ বাংলা পত্রিকায় ১৪ সেপ্টেম্বর প্রকাশিত “গোরকঘাটা ইউনিয়ন ভূমি অফিসে সেবা প্রার্থীদের ভোগান্তি, নেপথ্যে অস্থায়ী স্টাফ আবিদ” শিরোনামের প্রতিবেদনের পর পদক্ষেপ নিয়েছে প্রশাসন।
প্রতিবেদন প্রকাশের পর ১৫ সেপ্টেম্বর উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী কমিশনার (ভূমি) মহেশখালী আবু জাফর মজুমদার অস্থায়ী স্টাফ আবিদ হাসান ও কম্পিউটার অপারেটর শহীদুল ইসলাম বাদলকে জিজ্ঞাসাবাদ করেন। পরে তাদের বিরুদ্ধে দুর্নীতি ও অনিয়মের অভিযোগ প্রমাণিত হলে মৌখিকভাবে বরখাস্তের নির্দেশ দিয়ে অফিস থেকে বের করে দেন।
অভিযোগ রয়েছে, তহশীলদারের ঘনিষ্ঠ আত্মীয় হওয়ায় আবিদ হাসান বেপরোয়া হয়ে ভূমি অফিসকে ঘুষ-দুর্নীতির আখড়ায় পরিণত করেন। সেবা প্রার্থীদের জটিলতার ফাঁদে ফেলে হাতিয়ে নিতেন মোটা অংকের টাকা। এসব কর্মকাণ্ডে তাকে সহযোগিতা করতেন শহীদুল ইসলাম বাদল।
বরখাস্ত হওয়া দুই স্টাফ মহেশখালী উপজেলার হোয়ানক ইউনিয়নের পানিরছড়া এলাকার বাসিন্দা।
এমআর/সবা
























