০৪:২৬ অপরাহ্ন, বুধবার, ২৪ ডিসেম্বর ২০২৫, ১০ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

‘খোঁচা মারা মানুষ জানেই না তারা কত কুৎসিত’ — প্রভা

জনপ্রিয় অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা ব্যস্ত সময় কাটাচ্ছেন অভিনয় ও সিনেমার কাজে। অভিনয়ের পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমেও তিনি নিয়মিত নিজের অনুভূতি ও ভাবনা ভক্তদের সঙ্গে ভাগ করে নেন।

সম্প্রতি একটি পোস্টে প্রভা লিখেছেন, “কেউ যখন হেসে হেসে খোঁচা মেরে কথা বলে, আমিও তার সঙ্গে হাসি। আমার খারাপ লাগেনি তাকে বোঝাই। কিন্তু সত্যটা হচ্ছে খারাপ লাগে।”

 

যন্ত্রণাদায়ক অভিজ্ঞতার কথা উল্লেখ করে তিনি আরও লিখেন, “কেন জানি যখন কেউ মজার ছলে এমন কিছু বলে ফেলে যেটা আমার জন্য যন্ত্রণাদায়ক, তখন মুখে হাসি থাকলেও বুকে শুরু হয় ভাঙচুর ঝড়। খোঁচা দিয়ে কথা বলা মানুষেরা আসলে জানেই না তাদের ভিতরটা কত কুৎসিত।”

এদিকে, ছোট পর্দায় সফলতার পর এবার প্রথমবারের মতো বড় পর্দায় আসছেন প্রভা। তিনি একসঙ্গে দুটি সরকারি অনুদানের সিনেমায় অভিনয় করছেন। এর মধ্যে একটি রবীন্দ্রনাথ ঠাকুরের ছোটগল্প অবলম্বনে নির্মিত ‘দেনা পাওনা’, যেখানে তার বিপরীতে আছেন চিত্রনায়ক ইমন। অন্যটি ঝুমুর আসমা জুঁই পরিচালিত ‘দুই পয়সার মানুষ’, যেখানে প্রভার নায়ক এ বি এম সুমন।

 

‘দেনা পাওনা’য় নিরুপমা চরিত্রে দেখা যাবে প্রভাকে। আর ‘দুই পয়সার মানুষ’ সিনেমাটির গল্প গড়ে উঠেছে মফস্বলের এক শিক্ষিত পরিবারের মেয়েকে ঘিরে, যে আইন নিয়ে পড়াশোনা করেছে এবং নানা প্রতিবন্ধকতার মুখোমুখি হয়।

সবকিছু ঠিক থাকলে চলতি বছরই দুটি সিনেমা প্রেক্ষাগৃহে মুক্তি পাবে।

এমআর/সবা

জনপ্রিয় সংবাদ

‘খোঁচা মারা মানুষ জানেই না তারা কত কুৎসিত’ — প্রভা

আপডেট সময় : ০৬:৩২:০৩ অপরাহ্ন, বুধবার, ১৭ সেপ্টেম্বর ২০২৫

জনপ্রিয় অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা ব্যস্ত সময় কাটাচ্ছেন অভিনয় ও সিনেমার কাজে। অভিনয়ের পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমেও তিনি নিয়মিত নিজের অনুভূতি ও ভাবনা ভক্তদের সঙ্গে ভাগ করে নেন।

সম্প্রতি একটি পোস্টে প্রভা লিখেছেন, “কেউ যখন হেসে হেসে খোঁচা মেরে কথা বলে, আমিও তার সঙ্গে হাসি। আমার খারাপ লাগেনি তাকে বোঝাই। কিন্তু সত্যটা হচ্ছে খারাপ লাগে।”

 

যন্ত্রণাদায়ক অভিজ্ঞতার কথা উল্লেখ করে তিনি আরও লিখেন, “কেন জানি যখন কেউ মজার ছলে এমন কিছু বলে ফেলে যেটা আমার জন্য যন্ত্রণাদায়ক, তখন মুখে হাসি থাকলেও বুকে শুরু হয় ভাঙচুর ঝড়। খোঁচা দিয়ে কথা বলা মানুষেরা আসলে জানেই না তাদের ভিতরটা কত কুৎসিত।”

এদিকে, ছোট পর্দায় সফলতার পর এবার প্রথমবারের মতো বড় পর্দায় আসছেন প্রভা। তিনি একসঙ্গে দুটি সরকারি অনুদানের সিনেমায় অভিনয় করছেন। এর মধ্যে একটি রবীন্দ্রনাথ ঠাকুরের ছোটগল্প অবলম্বনে নির্মিত ‘দেনা পাওনা’, যেখানে তার বিপরীতে আছেন চিত্রনায়ক ইমন। অন্যটি ঝুমুর আসমা জুঁই পরিচালিত ‘দুই পয়সার মানুষ’, যেখানে প্রভার নায়ক এ বি এম সুমন।

 

‘দেনা পাওনা’য় নিরুপমা চরিত্রে দেখা যাবে প্রভাকে। আর ‘দুই পয়সার মানুষ’ সিনেমাটির গল্প গড়ে উঠেছে মফস্বলের এক শিক্ষিত পরিবারের মেয়েকে ঘিরে, যে আইন নিয়ে পড়াশোনা করেছে এবং নানা প্রতিবন্ধকতার মুখোমুখি হয়।

সবকিছু ঠিক থাকলে চলতি বছরই দুটি সিনেমা প্রেক্ষাগৃহে মুক্তি পাবে।

এমআর/সবা