০১:২৯ অপরাহ্ন, বুধবার, ০৭ জানুয়ারী ২০২৬, ২৪ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
ফিদে ওয়ার্ল্ড ক্যাডেট চেস চ্যাম্পিয়নশিপ

বাংলাদেশের ৫ ক্ষুদে দাবারু বিশ্বমঞ্চে

কাজাখস্তানের আলমাতি শহর ছুঁয়ে দেবে দাবার উত্তেজনা! আগামী ১৮ সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে ফিদে ওয়ার্ল্ড ক্যাডেট চেস চ্যাম্পিয়নশিপ ২০২৫, যেখানে বিশ্বের সেরা যুব দাবারুরা খেলবেন অনূর্ধ্ব-৮, ১০, ১২ বছর, ওপেন এবং বালিকা বিভাগে।

বাংলাদেশের তরুণ দাবারুদের মধ্যে ৫ জন ছোট প্রতিভা অংশ নিচ্ছে এই প্রতিযোগিতায়। বয়সভিত্তিক গ্রুপে তারা হলেন

ওপেন অনূর্ধ্ব-১২: সাফায়াত কিবরিয়া আজান

বালিকা অনূর্ধ্ব-১২: সিদরাতুল মুনতাহা নাফি

ওপেন অনূর্ধ্ব-১০: ফারসাত হোসেন অয়ন

বালিকা অনূর্ধ্ব-১০: মহিলা ক্যান্ডিশন মাস্টার ওয়ারিসা হায়দার

ওপেন অনূর্ধ্ব-৮: আজান মাহমুদ

বাংলাদেশ দলের সঙ্গে থাকছেন হেড অব ডেলিগেট ও ফিদে আরবিটার মোহাম্মদ রাহাত হোসেন, যারা দলের নেতৃত্ব দেবেন।

আজ (বুধবার) বিকালে বাংলাদেশ দল এয়ার এরাবিয়া ফ্লাইটে কাজাখস্তানের উদ্দেশ্যে ঢাকা ছাড়ে। এবার বিশ্বের চোখ থাকবে ছোট এই দাবারুদের কৌশল ও মনোবলের উপর। প্রতিটি চাল, প্রতিটি পদক্ষেপ, প্রতিটি জয় বা পরাজয় হবে তাদের জন্য বড় অভিজ্ঞতা।

বাংলাদেশের তরুণ দাবারুদের জন্য এটি শুধু প্রতিযোগিতা নয়, এটি বিশ্বমঞ্চে নিজের নাম উজ্জ্বল করার সুযোগ।

এমআর/সবা

জাতীয় নির্বাচনে পর্যবেক্ষক দল পাঠাচ্ছে ইউরোপীয় ইউনিয়ন

ফিদে ওয়ার্ল্ড ক্যাডেট চেস চ্যাম্পিয়নশিপ

বাংলাদেশের ৫ ক্ষুদে দাবারু বিশ্বমঞ্চে

আপডেট সময় : ০৬:৩৭:০২ অপরাহ্ন, বুধবার, ১৭ সেপ্টেম্বর ২০২৫

কাজাখস্তানের আলমাতি শহর ছুঁয়ে দেবে দাবার উত্তেজনা! আগামী ১৮ সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে ফিদে ওয়ার্ল্ড ক্যাডেট চেস চ্যাম্পিয়নশিপ ২০২৫, যেখানে বিশ্বের সেরা যুব দাবারুরা খেলবেন অনূর্ধ্ব-৮, ১০, ১২ বছর, ওপেন এবং বালিকা বিভাগে।

বাংলাদেশের তরুণ দাবারুদের মধ্যে ৫ জন ছোট প্রতিভা অংশ নিচ্ছে এই প্রতিযোগিতায়। বয়সভিত্তিক গ্রুপে তারা হলেন

ওপেন অনূর্ধ্ব-১২: সাফায়াত কিবরিয়া আজান

বালিকা অনূর্ধ্ব-১২: সিদরাতুল মুনতাহা নাফি

ওপেন অনূর্ধ্ব-১০: ফারসাত হোসেন অয়ন

বালিকা অনূর্ধ্ব-১০: মহিলা ক্যান্ডিশন মাস্টার ওয়ারিসা হায়দার

ওপেন অনূর্ধ্ব-৮: আজান মাহমুদ

বাংলাদেশ দলের সঙ্গে থাকছেন হেড অব ডেলিগেট ও ফিদে আরবিটার মোহাম্মদ রাহাত হোসেন, যারা দলের নেতৃত্ব দেবেন।

আজ (বুধবার) বিকালে বাংলাদেশ দল এয়ার এরাবিয়া ফ্লাইটে কাজাখস্তানের উদ্দেশ্যে ঢাকা ছাড়ে। এবার বিশ্বের চোখ থাকবে ছোট এই দাবারুদের কৌশল ও মনোবলের উপর। প্রতিটি চাল, প্রতিটি পদক্ষেপ, প্রতিটি জয় বা পরাজয় হবে তাদের জন্য বড় অভিজ্ঞতা।

বাংলাদেশের তরুণ দাবারুদের জন্য এটি শুধু প্রতিযোগিতা নয়, এটি বিশ্বমঞ্চে নিজের নাম উজ্জ্বল করার সুযোগ।

এমআর/সবা