চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়া উপজেলার মালুমঘাট এলাকায় মহাসড়কের দুপাশে রশি দিয়ে আটকিয়ে মরণফাঁদ তৈরি করে মোটরসাইকেল গতিরোধ করে ডাকাতির ঘটনা ঘটেছে।এসময় সশস্ত্র ডাকাত দলের হামলায় একজন নিহত হয়েছে এবং আহত হয়েছে ৩জন।গতকাল ১৮সেপ্টেম্বর দিবাগত রাত আনুমানিক ১২টার সময় এঘটনা ঘটে।নিহত ব্যক্তির নাম মাহমুদুল হক (৩০)।সে উখিয়া উপজেলার বালুখালীর শিয়ালিয়া পাড়ার বাসিন্দা।
জানা যায়, রাত আনুমানিক ১২টার সময় ডাকাত দল মহাসড়কের দুপাশে রশি দিয়ে আটকিয়ে মরণফাঁদ তৈরি করে মোটরসাইকেল গতিরোধ করে মোটরসাইকেল আরোহীদের উপর হামলা চালায়।এতে মোটরসাইকেল আরোহীরা আহত হয়ে মাটিতে পড়ে যায়।এসময় গুরুতর আহত হন মাহমুদুল হক।পরে এলাকাবাসীর সহযোগিতায় তাদেরকে চকরিয়া সরকারি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মাহমুদুল হককে মৃত ঘোষণা করেন।আহতদের মধ্যে দুজনের অবস্থা আশংকাজনক হওয়ায় চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজে হাসপাতালে পাঠানো হয়েছে।
চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তৌহিদুল আনোয়ার জানান,আমরা হতাহতের খোঁজখবর নিয়েছি।ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।অতিদ্রুত ডাকাতদের আইনের আওতায় আনা হবে।


























