১১:২৮ পূর্বাহ্ন, সোমবার, ১২ জানুয়ারী ২০২৬, ২৯ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

চরফ্যাশনে জেলেদের মাঝে লাইফ জ্যাকেট বিতরণ

ভোলা-৪ (চরফ্যাশন-মনপুরা) আসন থেকে বিএনপির মনোনয়ন প্রত্যাশী ও বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম নয়ন বলেছেন, বিএনপি জনগণের সেবা পৌঁছে দিতে এবং দেশে সাম্য, মানবিক মর্যাদা ও ন্যায়বিচার প্রতিষ্ঠা করতে প্রতিশ্রুতিবদ্ধ। তিনি বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান গত ১৬ বছর ধরে ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের নেতৃত্ব দিয়েছেন এবং জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে ৩১ দফা সংস্কারের প্রস্তাব দিয়েছেন, যেখানে কৃষক, শ্রমিক এবং খেটে খাওয়া মানুষের অধিকার ও মর্যাদার কথা বিশেষভাবে উল্লেখ রয়েছে।

শনিবার (২০ সেপ্টেম্বর) চরফ্যাশন উপজেলার সামরাজ মৎস্য ঘাটে আয়োজিত লাইফ জ্যাকেট বিতরণ অনুষ্ঠানে নয়ন প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন। এসময় সমুদ্রগামী দুই শতাধিক জেলের মধ্যে লাইফ জ্যাকেট বিতরণ করা হয়। নয়ন বলেন, “আমাদের জেলে ভাইরা জীবনকে ঝুঁকিতে ফেলে সমুদ্রে মাছ শিকার করেন। সরকারের বিভিন্ন প্রকারের অনুদান আসছে, কিন্তু কেউ যদি সেগুলো আত্মসাৎ করে, তা কখনোই বরদাশতযোগ্য নয়। হাশরের ময়দানে এর জবাবদিহি করতে হবে।”

তিনি আরও বলেন, জেলেরা দেশের অর্থনীতির চাকা সচল রাখছে। কিন্তু তাদের প্রাপ্য সহযোগিতা ও অধিকার যথাযথভাবে দেওয়া হয় না। “যদি কেউ জেলের সরকারি বরাদ্দ আত্মসাৎ করে, তা আল্লাহ বরদাশত করবেন না। আমি যদি চরফ্যাশনে রাজনীতি করার সুযোগ পাই, এ বিষয়ে কঠোর অবস্থান নেব,” নয়ন মন্তব্য করেন।

অনুষ্ঠানে চরফ্যাশন উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি কয়সার আহমেদ কমল, সাবেক সাংগঠনিক সম্পাদক ও জিন্নাগড় ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান কাজী মনজুর হোসেন, পৌর বিএনপির সাধারণ সম্পাদক খায়রুল ইসলাম সোহেলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এছাড়া স্থানীয় জনগণও অংশগ্রহণ করেন এবং লাইফ জ্যাকেট বিতরণের কার্যক্রমে উৎসাহ ও সমর্থন জানান।

নুরুল ইসলাম নয়নের এই উদ্যোগকে সমুদ্র সৈকতের নিরাপত্তা ও জেলেদের সুরক্ষা নিশ্চিতকরণের একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচনা করা হচ্ছে। স্থানীয়রা জানিয়েছেন, জেলেরা গভীর সমুদ্রে মাছ ধরার সময় বিভিন্ন ঝুঁকিতে থাকে এবং লাইফ জ্যাকেট বিতরণ তাদের জন্য বড় সুরক্ষা প্রদান করবে। একই সঙ্গে এটি সরকারের বরাদ্দের প্রতি জেলেদের আস্থা বাড়াবে বলে আশা প্রকাশ করা হয়েছে।

এমআর/সবা

জনপ্রিয় সংবাদ

উদ্দেশ্যপ্রণোদিতভাবে ডাকাতি মামলায় ফাঁসানোর অভিযোগে সংবাদ সম্মেলন

চরফ্যাশনে জেলেদের মাঝে লাইফ জ্যাকেট বিতরণ

আপডেট সময় : ০৬:০০:১৮ অপরাহ্ন, শনিবার, ২০ সেপ্টেম্বর ২০২৫

ভোলা-৪ (চরফ্যাশন-মনপুরা) আসন থেকে বিএনপির মনোনয়ন প্রত্যাশী ও বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম নয়ন বলেছেন, বিএনপি জনগণের সেবা পৌঁছে দিতে এবং দেশে সাম্য, মানবিক মর্যাদা ও ন্যায়বিচার প্রতিষ্ঠা করতে প্রতিশ্রুতিবদ্ধ। তিনি বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান গত ১৬ বছর ধরে ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের নেতৃত্ব দিয়েছেন এবং জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে ৩১ দফা সংস্কারের প্রস্তাব দিয়েছেন, যেখানে কৃষক, শ্রমিক এবং খেটে খাওয়া মানুষের অধিকার ও মর্যাদার কথা বিশেষভাবে উল্লেখ রয়েছে।

শনিবার (২০ সেপ্টেম্বর) চরফ্যাশন উপজেলার সামরাজ মৎস্য ঘাটে আয়োজিত লাইফ জ্যাকেট বিতরণ অনুষ্ঠানে নয়ন প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন। এসময় সমুদ্রগামী দুই শতাধিক জেলের মধ্যে লাইফ জ্যাকেট বিতরণ করা হয়। নয়ন বলেন, “আমাদের জেলে ভাইরা জীবনকে ঝুঁকিতে ফেলে সমুদ্রে মাছ শিকার করেন। সরকারের বিভিন্ন প্রকারের অনুদান আসছে, কিন্তু কেউ যদি সেগুলো আত্মসাৎ করে, তা কখনোই বরদাশতযোগ্য নয়। হাশরের ময়দানে এর জবাবদিহি করতে হবে।”

তিনি আরও বলেন, জেলেরা দেশের অর্থনীতির চাকা সচল রাখছে। কিন্তু তাদের প্রাপ্য সহযোগিতা ও অধিকার যথাযথভাবে দেওয়া হয় না। “যদি কেউ জেলের সরকারি বরাদ্দ আত্মসাৎ করে, তা আল্লাহ বরদাশত করবেন না। আমি যদি চরফ্যাশনে রাজনীতি করার সুযোগ পাই, এ বিষয়ে কঠোর অবস্থান নেব,” নয়ন মন্তব্য করেন।

অনুষ্ঠানে চরফ্যাশন উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি কয়সার আহমেদ কমল, সাবেক সাংগঠনিক সম্পাদক ও জিন্নাগড় ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান কাজী মনজুর হোসেন, পৌর বিএনপির সাধারণ সম্পাদক খায়রুল ইসলাম সোহেলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এছাড়া স্থানীয় জনগণও অংশগ্রহণ করেন এবং লাইফ জ্যাকেট বিতরণের কার্যক্রমে উৎসাহ ও সমর্থন জানান।

নুরুল ইসলাম নয়নের এই উদ্যোগকে সমুদ্র সৈকতের নিরাপত্তা ও জেলেদের সুরক্ষা নিশ্চিতকরণের একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচনা করা হচ্ছে। স্থানীয়রা জানিয়েছেন, জেলেরা গভীর সমুদ্রে মাছ ধরার সময় বিভিন্ন ঝুঁকিতে থাকে এবং লাইফ জ্যাকেট বিতরণ তাদের জন্য বড় সুরক্ষা প্রদান করবে। একই সঙ্গে এটি সরকারের বরাদ্দের প্রতি জেলেদের আস্থা বাড়াবে বলে আশা প্রকাশ করা হয়েছে।

এমআর/সবা