ফেনীর দাগনভূঞার দুধমুখা বাজার এলাকার মেস্তরী বাড়ীতে জনি চন্দ্র সূত্রধর নামে এক যুবক মাদকের টাকার জন্য তার মা-বাবাকে মারধর করে গুরুতর আহত করেছেন। ঘটনা ঘটেছে গতকাল রাত সাড়ে ১১ টার সময়।
আহত মা-বাবা এলাকাবাসীর সহযোগিতায় ছেলেকে ধরে থানায় সোপর্দ করেন। থানার ওসি ওয়াহিদ পারভেজ আহত পরিবারকে আইনি পরামর্শ দিয়ে শান্তনা দিয়েছেন। এর আগে, ১৮ সেপ্টেম্বর বৃহস্পতিবার জনির মার খেয়ে তার মা-বাবা ফেনী কোর্টে মামলা করেন। কিন্তু থানায় ওয়ারেন্ট না আসায় পুলিশ জনিকে আটক রাখতে পারেননি।
জনির মা শিখা রানী সূত্রধর জানালেন, জনি ৫-৬ বছর ধরে গাঁজা ও ইয়াবাসহ অন্যান্য মাদক নেশা করছে। প্রতিদিন নেশা শেষে ঘরে এসে তার মা-বাবাকে মারধর করে। তারা আর সহ্য করতে না পেরে ছেলেকে জেলে রাখার সিদ্ধান্ত নেন। পুনরায় মারধরের পর, এলাকাবাসীর সহযোগিতায় জনিকে থানায় সোপর্দ করা হয়।
এমআর/সবা


























