৪১ ও ৪৩ তম বিসিএস (পুলিশ) ব্যাচের শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপারদের শিক্ষা সফরের অংশ হিসেবে কক্সবাজারে সংবর্ধনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
জেলা পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে আগত ৩২ জন শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপারকে ফুলেল শুভেচ্ছা জানান পুলিশ সুপার মোঃ সাইফউদ্দীন শাহীন।
সভায় পুলিশ সুপার নবীন কর্মকর্তাদের প্রশিক্ষণকালীন কর্মসূচি সম্পর্কে মূল্যবান দিকনির্দেশনা দেন এবং জেলা পুলিশের সার্বিক কার্যক্রম নিয়ে বিস্তারিত তথ্য উপস্থাপন করেন। এছাড়া জেলা পুলিশের কার্যক্রম বিষয়ক একটি ডিজিটাল প্রেজেন্টেশন প্রদর্শন করা হয়। পরে নবীন কর্মকর্তাদের সঙ্গে মুক্ত আলোচনা অনুষ্ঠিত হয়।
সভায় জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এমআর/সবা



















