নিউইয়র্কে আওয়ামী লীগ কর্তৃক জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য সচিব আকতার হোসেনের উপর হামলার প্রতিবাদে জামালপুরে অবস্থা কর্মসূচি ও বিক্ষোভ সমাবেশ করেছে এনসিপি জেলা শাখা।
মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) বিকেলে শহরের দয়াময়ী মোড়ে এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) সদর উপজেলা শাখার প্রধান সমন্বয়ক আরাফাত হোসেন শাকিল সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) সদর উপজেলা শাখার সমন্বয়ক সাখাওয়াত হোসেন জনি, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন জামালপুরের সাবেক যুগ্ম-সদস্য সচিব আমিমুল ইহসান, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) মাদারগঞ্জ উপজেলা শাখার প্রধান সমন্বয়কারী আব্দুল মালেক প্রমুখ।
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) সদর উপজেলার সমন্বয়ক সাখাওয়াত হোসেন জনি বলেন, নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগ যেন আর কখনোই বাংলাদেশে রাজনীতি করার সুযোগ না পায়। তাদেরকে বিচারিক আদালতে নিষিদ্ধের দাবিসহ এনসিপি কেন্দ্রীয় কমিটির সদস্য সচিব আক্তার হোসেনের ওপর হামলাকারীদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানান।
বিক্ষোভ সমাবেশে এনসিপি জেলা ও সদর উপজেলা শাখার সকল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এমআর/সবা


























