পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পবিপ্রবি) বরিশাল স্টুডেন্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের আয়োজনে ২০২৪-২৫ শিক্ষাবর্ষের নবাগত শিক্ষার্থীদের নবীনবরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানটি মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) পবিপ্রবি কৃষি কনফারেন্স কক্ষে উজ্জ্বল ও প্রাণবন্ত পরিবেশে অনুষ্ঠিত হয়। নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয় এবং এটি বিশ্ববিদ্যালয়ের বরিশাল অঞ্চলের শিক্ষার্থীদের ঐক্য, ভ্রাতৃত্ববোধ ও মেধাবিকাশের প্রতীক হিসেবে পরিণত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর অধ্যাপক ডা. কাজী রফিকুল ইসলাম। সভাপতিত্ব করেন ইকোনমিক্স ও সোসিওলজি বিভাগের অধ্যাপক ড. বদিউজ্জামান। অনুষ্ঠান পরিচালনা করেন অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম। এছাড়া বিভিন্ন বিভাগের শিক্ষক ও কর্মকর্তা যেমন কৃষি রসায়ন বিভাগের অধ্যাপক ড. মুহাম্মদ মনিরুজ্জামান, পরিসংখ্যান বিভাগের অধ্যাপক মেহেদী হাসান সিকদার, কম্পিউটার সায়েন্স এন্ড টেকনোলজি বিভাগের অধ্যাপক মো. আতিকুর রহমান, পরিবেশ বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক পাপড়ি হাজরা প্রমুখ উপস্থিত ছিলেন।

সভাপতির বক্তব্যে অধ্যাপক ড. বদিউজ্জামান বলেন, “নবীন শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয় জীবনের প্রতিটি মুহূর্ত কাজে লাগিয়ে নিজেদের জ্ঞান, মেধা ও সৃজনশীলতাকে বিকশিত করবে। শুধুমাত্র একাডেমিক পড়াশোনা নয়, মানবিক গুণাবলী অর্জনের মধ্য দিয়েই তারা সমাজ ও জাতিকে আলোকিত করতে পারবে।”
প্রধান অতিথি অধ্যাপক ডা. কাজী রফিকুল ইসলাম বলেন, “শিক্ষার্থীরাই একটি জাতির মেরুদণ্ড। নবীন শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ে প্রথম পদার্পণ করেছেন, তারা আগামী দিনের পথপ্রদর্শক। শুধু একাডেমিক জ্ঞান নয়, মানবিক মূল্যবোধ, সততা, দায়িত্ববোধ ও দেশপ্রেমের মাধ্যমে নিজেদের গড়ে তুলতে হবে। বিশ্ববিদ্যালয় হলো মেধা ও মননের সমন্বয়ে আদর্শ মানুষ তৈরির পাঠশালা। এখানে অর্জিত শিক্ষা শুধু ব্যক্তিগত জীবনে নয়, সমাজ ও দেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখবে।”
তিনি আরও বলেন, “ছাত্রজীবনে নানা প্রতিবন্ধকতা থাকলেও স্বপ্ন আঁকড়ে ধরে এগিয়ে যেতে হবে। সৎ পথে নিষ্ঠা ও পরিশ্রমের মাধ্যমে সফলতা নিশ্চিত করা সম্ভব। নবীন শিক্ষার্থীরা যদি এই পথ অনুসরণ করে, তাদের প্রতিভা ও নেতৃত্ব দেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”
এমআর/সবা


























