মিরসরাইয়ে ওয়াহেদপুর ইউনিয়ন যুবদলের যুগ্ম আহবায়ক আরিফ হোসেনসহ নেতাকর্মীদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে যুবদলের নেতাকর্মীরা বুধবার (২৪ সেপ্টেম্বর) বিকেলে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে।
উপজেলার নিজামপুর সরকারি কলেজ এলাকায় ওয়াহেদপুর ইউনিয়ন যুবদলের উদ্যোগে শুরু হওয়া বিক্ষোভ মিছিলটি ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক প্রদক্ষিণ করে পুনরায় নিজামপুর কলেজ প্রাঙ্গণে এসে শেষ হয়।
সমাবেশে ওয়াহেদপুর ইউনিয়ন যুবদলের আহবায়ক রহিম উদ্দিন সভাপতিত্ব করেন, এবং যুগ্ম আহবায়ক আমজাদ বাবু সঞ্চালনা করেন। বক্তৃতা করেন চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের যুগ্ম সম্পাদক এস এম হারুন, মিরসরাই থানা যুবদলের সদস্য সচিব মনোয়ার হোসেন শাউন, ওয়াহেদপুর ইউনিয়ন যুবদলের সাবেক যুগ্ম সম্পাদক সাখাওয়াত হোসেন, ইউনিয়ন যুবদল নেতা খায়ের উদ্দিন মাসুক, সিনিয়র যুগ্ম আহবায়ক আমজাদ হোসেন, ইউনিয়ন সেচ্ছাসেবক দলের সদস্য সচিব জিয়া উদ্দিন, এবং অন্যান্য নেতা ও সদস্যবৃন্দ।
বক্তারা প্রশাসনের প্রতি আহ্বান জানান, যেন সন্ত্রাসী হামলার ঘটনায় অপরাধীদের দ্রুত আইনের আওতায় আনা হয় এবং দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা হয়।
এসময় যুবদল নেতাকর্মীরা একযোগে শান্তিপূর্ণভাবে তাদের ক্ষোভ ও দাবিসহ আন্দোলন পরিচালনা করেন।
এমআর/সবা


























