বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুর-এর ইন্সটিটিউশনাল কোয়ালিটি অ্যাসিউরেন্স সেল (আইকিউএসি) আয়োজিত ইনোভেশন হাব সংক্রান্ত খসড়া গাইডলাইন বিষয়ে মতামত প্রদান কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৪ সেপ্টেম্বর ২০২৫) বিকেলে একাডেমিক ভবন-২ এর ভার্চুয়াল ক্লাসরুমে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ শওকাত আলী। তিনি বলেন, “ইনোভেশন হাব বিশ্ববিদ্যালয়কে গবেষণা, উদ্ভাবন ও সৃজনশীল কর্মকাণ্ডে আরও এগিয়ে নেবে। এর মাধ্যমে শিক্ষার্থীরা নিজেদের মেধা ও সৃজনশীলতাকে ব্যবহার করে দেশ-জাতির উন্নয়নে অবদান রাখতে সক্ষম হবে। ইনোভেশন হাব বাস্তবায়িত হলে শিক্ষার্থীরা দেশীয় সমস্যার প্রেক্ষিতে প্রযুক্তি ও উদ্ভাবনের নতুন সমাধান তৈরি করতে পারবে।”
আইকিউএসি’র পরিচালক প্রফেসর ড. মোঃ তাজুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বেরোবির সেন্টার ফর ডিজিটাল ট্রান্সফরমেশন (সিডিটি)-এর পরিচালক প্রফেসর ড. মোঃ মিজানুর রহমান এবং বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি)-এর অতিরিক্ত পরিচালক মুহম্মদ নাজমুল ইসলাম।
এছাড়া আলোচক হিসেবে বক্তব্য দেন এসপায়ার টু ইনোভেট (এটুআই) প্রোগ্রামের ডিভাইস ইনোভেশন এক্সপার্ট তৌফিকুর রহমান এবং ইউজিসি’র ইনফরমেশন ম্যানেজমেন্ট শাখার উপ-পরিচালক (সিস্টেম অ্যানালিস্ট) দ্বিজেন্দ্র চন্দ্র দাস।
কর্মশালায় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগ ও সংগঠনের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। উপস্থিত ছিলেন ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক প্রফেসর ড. মোঃ ইলিয়াছ প্রামানিক, প্রক্টর ড. মোঃ ফেরদৌস রহমান, আইকিউএসি’র অতিরিক্ত পরিচালক ড. মোঃ আব্দুর রকিব ও মোঃ সজিব মিয়া।
এমআর/সবা
























