১১:৪৭ পূর্বাহ্ন, বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬, ১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
বিশ্ব মঞ্চে ক্ষুদে দাবাড়ুদের সাফল্য

রেটিংয়ে এগিয়ে থাকা প্রতিপক্ষকে হারিয়ে আযানের চমক, ওয়ারিসারও দারুণ জয়

সাফায়াত কিবরিয়া আযান ষষ্ঠ রাউন্ডে জার্মানির শক্তিশালী খেলোয়াড় প্রদীপ হারশিল (রেটিং ২১৪৩)-কে হারিয়ে ওপেন অনুর্ধ্ব-১২ গ্রুপে তুলে ধরলেন বাংলাদেশের সম্ভাবনা

আলমাতি, কাজাকস্তান – ফিদে ওয়ার্ল্ড ক্যাডেট চেস চ্যাম্পিয়নশিপ ২০২৫-এর ষষ্ঠ রাউন্ডে বাংলাদেশের দুই ক্ষুদে দাবাড়ু সাফায়াত কিবরিয়া আযান এবং ওয়ারিসা হায়দার দারুণ জয় তুলে নিয়েছেন।

আজ অনুষ্ঠিত ষষ্ঠ রাউন্ডের খেলায় ওপেন অনুর্ধ্ব-১২ গ্রুপে বাংলাদেশের সাফায়াত কিবরিয়া আযান জার্মানির ২১৪৩ রেটিংধারী প্রতিপক্ষ প্রদীপ হারশিল-কে পরাজিত করেন। আযান সাদা ঘুটি নিয়ে ইটালিয়ান ওপেনিং-এর মাধ্যমে খেলা শুরু করে ধীরে ধীরে প্রতিপক্ষকে চাপে ফেলেন। ৪৭ চালে শেষ হওয়া ম্যাচটি ছিল একটি দীর্ঘ ও কৌশলনির্ভর লড়াই। প্রতিপক্ষের উচ্চ রেটিং ও আন্তর্জাতিক অভিজ্ঞতা সত্ত্বেও, আযান তার ঠান্ডা মাথার চাল এবং বোর্ডে দৃষ্টিনন্দন কৌশলে জয় ছিনিয়ে নিয়ে নিজের দাবা দক্ষতার প্রতিভা আরও একবার প্রমাণ করলেন। এই জয় তাঁকে টুর্নামেন্টে একটি শক্ত অবস্থানে নিয়ে এসেছে।

বালিকা অনুর্ধ্ব-১০ গ্রুপে মহিলা ক্যান্ডিডেট মাস্টার (WCM) ওয়ারিসা হায়দার দক্ষিণ কোরিয়ার লি জিয়ানকে হারিয়েছেন। রুই লোপেজ ওপেনিং থেকে শুরু করে পুরো খেলাতেই ওয়ারিসা ছিলেন ট্যাকটিকাল ও আক্রমণাত্মক। ৩৭ চালে তাঁর এ জয় ছিল নিখুঁত পরিকল্পনার ফল।

অনুর্ধ্ব-১০ বালিকা বিভাগে মহিলা ক্যান্ডিডেট মাস্টার (WCM) ওয়ারিসা হায়দার দক্ষতার সঙ্গে দক্ষিণ কোরিয়ার লি জিয়ানকে পরাজিত করেছেন

এছাড়া, ওপেন অনুর্ধ্ব-৮ গ্রুপে আজান মাহমুদ ভারতের কোস্তভ তেজকুমারের সাথে এবং বালিকা অনুর্ধ্ব-১২ গ্রুপে সিদরাতুল মুনতাহা নাফি চাইনিজ তাইপের চেঙ্গ সিন-তির সাথে ড্র করেন। ওপেন অনুর্ধ্ব-১০ গ্রুপে ফারসাত হোসেন আয়ান কাজাকস্তানের ইলিয়াস মেইরজানের কাছে পরাজিত হন।

রাউন্ড-৬ শেষে বাংলাদেশের খেলোয়াড়দের পয়েন্ট:

ওয়ারিসা হায়দার (WCM): ৪.৫ পয়েন্ট

সাফায়াত কিবরিয়া আযান: ৩.৫ পয়েন্ট

আজান মাহমুদ: ৩.৫ পয়েন্ট

ফারসাত হোসেন আয়ান: ১.৫ পয়েন্ট

সিদরাতুল মুনতাহা নাফি: ১ পয়েন্ট

 

উল্লেখ্য, কাজাকস্তানের আলমাতিতে আয়োজিত এই চ্যাম্পিয়নশিপে বিশ্বের ৮৭টি দেশ থেকে মোট ৮৪২ জন প্রতিযোগী অংশগ্রহণ করছে। এ বিশাল আয়োজনে বাংলাদেশের পাঁচজন ক্ষুদে দাবাড়ু লাল-সবুজের পতাকা হাতে নিয়ে প্রতিটি ম্যাচে নিজেদের সেরাটা দিয়ে লড়াই করে যাচ্ছেন।

–এমআর/সবা

জনপ্রিয় সংবাদ

বিশ্বের সপ্তম দুর্বল পাসপোর্ট বাংলাদেশের

বিশ্ব মঞ্চে ক্ষুদে দাবাড়ুদের সাফল্য

রেটিংয়ে এগিয়ে থাকা প্রতিপক্ষকে হারিয়ে আযানের চমক, ওয়ারিসারও দারুণ জয়

আপডেট সময় : ১২:১০:২২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর ২০২৫

আলমাতি, কাজাকস্তান – ফিদে ওয়ার্ল্ড ক্যাডেট চেস চ্যাম্পিয়নশিপ ২০২৫-এর ষষ্ঠ রাউন্ডে বাংলাদেশের দুই ক্ষুদে দাবাড়ু সাফায়াত কিবরিয়া আযান এবং ওয়ারিসা হায়দার দারুণ জয় তুলে নিয়েছেন।

আজ অনুষ্ঠিত ষষ্ঠ রাউন্ডের খেলায় ওপেন অনুর্ধ্ব-১২ গ্রুপে বাংলাদেশের সাফায়াত কিবরিয়া আযান জার্মানির ২১৪৩ রেটিংধারী প্রতিপক্ষ প্রদীপ হারশিল-কে পরাজিত করেন। আযান সাদা ঘুটি নিয়ে ইটালিয়ান ওপেনিং-এর মাধ্যমে খেলা শুরু করে ধীরে ধীরে প্রতিপক্ষকে চাপে ফেলেন। ৪৭ চালে শেষ হওয়া ম্যাচটি ছিল একটি দীর্ঘ ও কৌশলনির্ভর লড়াই। প্রতিপক্ষের উচ্চ রেটিং ও আন্তর্জাতিক অভিজ্ঞতা সত্ত্বেও, আযান তার ঠান্ডা মাথার চাল এবং বোর্ডে দৃষ্টিনন্দন কৌশলে জয় ছিনিয়ে নিয়ে নিজের দাবা দক্ষতার প্রতিভা আরও একবার প্রমাণ করলেন। এই জয় তাঁকে টুর্নামেন্টে একটি শক্ত অবস্থানে নিয়ে এসেছে।

বালিকা অনুর্ধ্ব-১০ গ্রুপে মহিলা ক্যান্ডিডেট মাস্টার (WCM) ওয়ারিসা হায়দার দক্ষিণ কোরিয়ার লি জিয়ানকে হারিয়েছেন। রুই লোপেজ ওপেনিং থেকে শুরু করে পুরো খেলাতেই ওয়ারিসা ছিলেন ট্যাকটিকাল ও আক্রমণাত্মক। ৩৭ চালে তাঁর এ জয় ছিল নিখুঁত পরিকল্পনার ফল।

অনুর্ধ্ব-১০ বালিকা বিভাগে মহিলা ক্যান্ডিডেট মাস্টার (WCM) ওয়ারিসা হায়দার দক্ষতার সঙ্গে দক্ষিণ কোরিয়ার লি জিয়ানকে পরাজিত করেছেন

এছাড়া, ওপেন অনুর্ধ্ব-৮ গ্রুপে আজান মাহমুদ ভারতের কোস্তভ তেজকুমারের সাথে এবং বালিকা অনুর্ধ্ব-১২ গ্রুপে সিদরাতুল মুনতাহা নাফি চাইনিজ তাইপের চেঙ্গ সিন-তির সাথে ড্র করেন। ওপেন অনুর্ধ্ব-১০ গ্রুপে ফারসাত হোসেন আয়ান কাজাকস্তানের ইলিয়াস মেইরজানের কাছে পরাজিত হন।

রাউন্ড-৬ শেষে বাংলাদেশের খেলোয়াড়দের পয়েন্ট:

ওয়ারিসা হায়দার (WCM): ৪.৫ পয়েন্ট

সাফায়াত কিবরিয়া আযান: ৩.৫ পয়েন্ট

আজান মাহমুদ: ৩.৫ পয়েন্ট

ফারসাত হোসেন আয়ান: ১.৫ পয়েন্ট

সিদরাতুল মুনতাহা নাফি: ১ পয়েন্ট

 

উল্লেখ্য, কাজাকস্তানের আলমাতিতে আয়োজিত এই চ্যাম্পিয়নশিপে বিশ্বের ৮৭টি দেশ থেকে মোট ৮৪২ জন প্রতিযোগী অংশগ্রহণ করছে। এ বিশাল আয়োজনে বাংলাদেশের পাঁচজন ক্ষুদে দাবাড়ু লাল-সবুজের পতাকা হাতে নিয়ে প্রতিটি ম্যাচে নিজেদের সেরাটা দিয়ে লড়াই করে যাচ্ছেন।

–এমআর/সবা