ঢাকার দোহার উপজেলায় এক মর্মান্তিক ঘটনায় একই দিনে খুন হলেন মা–বাবা। পারিবারিক কলহে স্ত্রীকে ছুরিকাঘাতে হত্যা করেন স্বামী। পরে ক্ষিপ্ত হয়ে ছেলে বাবাকে কুপিয়ে হত্যা করে। বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) দুপুরে বিলাশপুর ইউনিয়নের কতুবপুর গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত ও অভিযুক্ত: নিহতরা হলেন—আইয়ুব আলী (৫২) ও তাঁর স্ত্রী জয়গুন (৪৩)। এ ঘটনায় তাঁদের ছেলে মো. সাগর (২৪) আটক হয়েছেন।
প্রত্যক্ষদর্শীদের বর্ণনা: জয়গুনের ভাই সেলিম ব্যাপারী জানান, স্থানীয় ক্লিনিকে চাকরি করে কিছু টাকা জমিয়েছিলেন জয়গুন। সেই টাকা নিয়ে আজ সকালে স্বামী-স্ত্রীর ঝগড়া হয়। একপর্যায়ে আইয়ুব আলী ছুরি দিয়ে জয়গুনকে উপর্যুপরি আঘাত করলে তিনি মারা যান।
স্থানীয়রা জানান, মায়ের মৃত্যুর খবর শুনে ছেলে সাগর ক্ষিপ্ত হয়ে বাবাকে কুপিয়ে জখম করেন। গুরুতর অবস্থায় রাজধানীতে নেয়ার পর আইয়ুব আলীও মারা যান।
পুলিশের বক্তব্য: দোহার থানার ওসি হাসান আলী বলেন, “প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পারিবারিক কলহের জেরেই এই হত্যাকাণ্ড ঘটেছে। মরদেহ ময়নাতদন্তে পাঠানো হচ্ছে। এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি।”
এমআর/সবা


























