নির্বাচন কমিশন (ইসি) ৭৩টি দেশি পর্যবেক্ষক সংস্থাকে নিবন্ধন দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। তবে এ বিষয়ে কারও কোনো দাবি বা আপত্তি থাকলে তা জানাতে আহ্বান জানিয়েছে কমিশন।
শনিবার (২৭ সেপ্টেম্বর) ইসি সচিব আখতার আহমেদ স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, নির্বাচন পর্যবেক্ষক হিসেবে অন্তর্ভুক্তির জন্য প্রাপ্ত আবেদনসমূহ যাচাই-বাছাই শেষে নীতিমালার আলোকে ৭৩টি প্রতিষ্ঠানকে নিবন্ধনযোগ্য বিবেচনা করা হয়েছে। তবে এর বিরুদ্ধে কোনো দাবি/আপত্তি/অভিযোগ থাকলে ১৫ কার্যদিবসের (২০ অক্টোবর পর্যন্ত) মধ্যে ইসির সিনিয়র সচিব বরাবর লিখিতভাবে জানাতে হবে।
আপত্তি জানাতে হলে উপযুক্ত প্রমাণাদিসহ আপত্তিকারীর নাম, ঠিকানা ও ফোন নম্বর উল্লেখ করতে হবে এবং ৬ কপি আবেদন জমা দিতে হবে। শুনানি শেষে আপত্তি গ্রহণ বা বাতিল—এ বিষয়ে কমিশনের সিদ্ধান্তই চূড়ান্ত হবে।
গণবিজ্ঞপ্তিটি নির্বাচন কমিশন সচিবালয়ের ওয়েবসাইটে (www.ecs.gov.bd) পাওয়া যাবে।
উল্লেখ্য, পর্যবেক্ষক হিসেবে নিবন্ধনের জন্য এবার ৩১৮টি প্রতিষ্ঠান আবেদন করেছিল। এর মধ্যে ৭৩টি সংস্থাকে নিবন্ধনযোগ্য বিবেচনা করে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ইসি।
এমআর/সবা

























