০৫:৪৪ পূর্বাহ্ন, শুক্রবার, ০২ জানুয়ারী ২০২৬, ১৮ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

ফেনীতে বিশ্ব হার্ট দিবস উপলক্ষে ফ্রি হার্ট ক্যাম্প উদ্বোধন

“প্রতিটি হৃদস্পন্দনই জীবন” প্রতিপাদ্যকে সামনে রেখে ফেনীতে বিশ্ব হার্ট দিবস উপলক্ষে ফ্রি হার্ট ক্যাম্প উদ্বোধন করা হয়েছে। সোমবার (২৯ সেপ্টেম্বর) ফেনী কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতাল এন্ড রিসার্চ ইনস্টিটিউটের আয়োজনে দিনব্যাপী এই ক্যাম্পের উদ্বোধন করেন জেলা প্রশাসক সাইফুল ইসলাম।

ক্যাম্পে সভাপতিত্ব করেন ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতালের সভাপতি আব্দুস সাত্তার, এবং সঞ্চালনা করেন ডা: শাহ নেওয়াজ সিরাজ মামুন। বিশেষ অতিথি ছিলেন ফেনীর সিভিল সার্জন ডা: রুবাইয়াত বিন করিম, স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক গোলাম মো: বাতেন, অতিরিক্ত পুলিশ সুপার সাইদুর রহমান, হাসপাতালের সহ সভাপতি অধ্যাপক লিয়াকত আলী ভূইয়া, সাধারণ সম্পাদক মঞ্জুরুল ইসলাম ভূইয়া, ফেনী বক্ষব্যাধি ক্লিনিকের মেডিকেল অফিসার ডা: খুরশিদ আলম, ফেনী পৌরসভার মেডিকেল অফিসার ডা: কে পি সাহা ও ডা: তবারক উল্লাহ চৌধুরী বায়েজিদ।

 

ক্যাম্পে তিনটি বুথে তিনজন চিকিৎসক সেবা প্রদান করেন। এছাড়া ফ্রি ব্লাড সুগার পরীক্ষা, ইসিজি এবং ব্লাড প্রেশার পরিমাপ করা হয়।

বক্তারা বলেন, হার্টের সমস্যা এখন দেশে মহামারির মতো ছড়িয়ে পড়েছে, এবং এটি অনেকাংশেই অস্বাস্থ্যকর জীবনধারা ও খাদ্যাভ্যাসের ফল। আমরা নিজেদের কায়িক পরিশ্রম বাড়াতে হবে, প্রতিদিন অন্তত ৩০ মিনিট হাঁটতে হবে, এবং খেলার মাঠে খেলাধুলার পরিবেশ তৈরি করতে হবে।

এমআর/সবা

জনপ্রিয় সংবাদ

ফেনীতে বিশ্ব হার্ট দিবস উপলক্ষে ফ্রি হার্ট ক্যাম্প উদ্বোধন

আপডেট সময় : ০৫:৩৭:০১ অপরাহ্ন, সোমবার, ২৯ সেপ্টেম্বর ২০২৫

“প্রতিটি হৃদস্পন্দনই জীবন” প্রতিপাদ্যকে সামনে রেখে ফেনীতে বিশ্ব হার্ট দিবস উপলক্ষে ফ্রি হার্ট ক্যাম্প উদ্বোধন করা হয়েছে। সোমবার (২৯ সেপ্টেম্বর) ফেনী কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতাল এন্ড রিসার্চ ইনস্টিটিউটের আয়োজনে দিনব্যাপী এই ক্যাম্পের উদ্বোধন করেন জেলা প্রশাসক সাইফুল ইসলাম।

ক্যাম্পে সভাপতিত্ব করেন ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতালের সভাপতি আব্দুস সাত্তার, এবং সঞ্চালনা করেন ডা: শাহ নেওয়াজ সিরাজ মামুন। বিশেষ অতিথি ছিলেন ফেনীর সিভিল সার্জন ডা: রুবাইয়াত বিন করিম, স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক গোলাম মো: বাতেন, অতিরিক্ত পুলিশ সুপার সাইদুর রহমান, হাসপাতালের সহ সভাপতি অধ্যাপক লিয়াকত আলী ভূইয়া, সাধারণ সম্পাদক মঞ্জুরুল ইসলাম ভূইয়া, ফেনী বক্ষব্যাধি ক্লিনিকের মেডিকেল অফিসার ডা: খুরশিদ আলম, ফেনী পৌরসভার মেডিকেল অফিসার ডা: কে পি সাহা ও ডা: তবারক উল্লাহ চৌধুরী বায়েজিদ।

 

ক্যাম্পে তিনটি বুথে তিনজন চিকিৎসক সেবা প্রদান করেন। এছাড়া ফ্রি ব্লাড সুগার পরীক্ষা, ইসিজি এবং ব্লাড প্রেশার পরিমাপ করা হয়।

বক্তারা বলেন, হার্টের সমস্যা এখন দেশে মহামারির মতো ছড়িয়ে পড়েছে, এবং এটি অনেকাংশেই অস্বাস্থ্যকর জীবনধারা ও খাদ্যাভ্যাসের ফল। আমরা নিজেদের কায়িক পরিশ্রম বাড়াতে হবে, প্রতিদিন অন্তত ৩০ মিনিট হাঁটতে হবে, এবং খেলার মাঠে খেলাধুলার পরিবেশ তৈরি করতে হবে।

এমআর/সবা