বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি), রংপুর-এর শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের জন্য গৃহনির্মাণ ঋণ প্রদানের উদ্দেশ্যে রূপালী ব্যাংক লিমিটেডের সঙ্গে একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়েছে।
সোমবার (২৯ সেপ্টেম্বর, ২০২৫) বিকেলে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সিন্ডিকেট রুমে সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উপাচার্য ও ট্রেজারার (দায়িত্বপ্রাপ্ত) প্রফেসর ড. মোঃ শওকাত আলী বিশ্ববিদ্যালয়ের পক্ষে, এবং রূপালী ব্যাংক লিমিটেড, তেঁতুলতলা শাখা, রংপুরের সিনিয়র প্রিন্সিপ্যাল অফিসার মোঃ মোশাররফ হোসেন ব্যাংকের পক্ষে স্বাক্ষর করেন।
উপাচার্য বলেন, এই সমঝোতা স্মারকের ফলে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা সহজ শর্তে গৃহনির্মাণ ঋণ গ্রহণ করতে পারবেন। এতে তাদের আর্থিক নিরাপত্তা বৃদ্ধি পাবে এবং কর্মপরিবেশে ইতিবাচক প্রভাব ফেলবে। তিনি রূপালী ব্যাংক কর্তৃপক্ষকে গৃহনির্মাণ ঋণ প্রদানের কার্যক্রমে সম্পৃক্ত থাকার জন্য ধন্যবাদ জানান।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্টার ড. মোঃ হারুন-অর রশিদ, অর্থ ও হিসাব দপ্তরের পরিচালক প্রফেসর ড. মোঃ শাহ্জামান, ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক প্রফেসর ড. মোঃ ইলিয়াছ প্রামানিক, প্রক্টর ড. মোঃ ফেরদৌস রহমান, ক্যাফেটেরিয়া পরিচালক চার্লস ডারউইন, রূপালী ব্যাংক রংপুর বিভাগীয় কার্যালয়ের জেনারেল ম্যানেজার ও বিভাগীয় প্রধান মোঃ মোস্তফা হামিদ, উপ-মহাব্যবস্থাপক মোঃ শরিফুল ইসলাম, রূপালী ব্যাংক রংপুর জোনাল অফিসের উপ-মহাব্যবস্থাপক ও জোনাল ম্যানেজার মোঃ আব্দুল মোতালেব হোসেন প্রামানিক, সহকারী মহাব্যবস্থাপক মোঃ জিয়াউর রহমান, বেরোবি বাজেট শাখার উপ-পরিচালক খন্দকার আশরাফুল আলম, ট্রেজারার দপ্তরের সহকারী হিসাবরক্ষণ কর্মকর্তা মোঃ মাজহারুল আনোয়ারসহ অন্যান্য সংশ্লিষ্টরা।
রূপালী ব্যাংক কর্তৃপক্ষ আশা প্রকাশ করেন, এই উদ্যোগ বিশ্ববিদ্যালয় পরিবারের সঙ্গে দীর্ঘমেয়াদী সহযোগিতার সম্পর্ক গড়ে তুলবে।
এমআর/সবা


























