১২:১৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০১ জানুয়ারী ২০২৬, ১৭ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
চরফ্যাশনে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

শিক্ষাব্যবস্থা ধ্বংস করেছে আওয়ামী লীগ: নাজিম উদ্দীন আলম

ভোলা-৪ (চরফ্যাশন-মনপুরা) আসনের সাবেক সংসদ সদস্য ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আলহাজ নাজিম উদ্দীন আলম বলেছেন, গত সতের বছরে আওয়ামী লীগ দেশের শিক্ষাব্যবস্থা ধ্বংস করেছে। পরীক্ষাকেন্দ্রগুলো নকলের সয়লাব হয়ে উঠেছিল, যেখানে যুবলীগ-ছাত্রলীগ নেতারা প্রবেশ করে নকল সরবরাহ করত। তিনি এ ধরনের কর্মকাণ্ডের নিন্দা ও প্রতিবাদ জানান।

মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) বেলা ১১টায় চরফ্যাশনের ব্রজগোপাল টাউন হলে উপজেলা ও পৌর জিয়া পরিষদ আয়োজিত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এ অনুষ্ঠানে ২০২৫ ব্যাচের এসএসসি ও দাখিল পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সম্মাননা দেওয়া হয়।

নাজিম উদ্দীন আলম বলেন, বিএনপি সরকার নকলমুক্ত শিক্ষা নিশ্চিত করেছিল। সে সময় শিক্ষামন্ত্রী ও প্রতিমন্ত্রীরা নকল প্রতিরোধে কঠোর ভূমিকা রাখেন। তিনি শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, কেবল এসএসসিতে ভালো ফল করলেই হবে না, সামনে আরও বড় চ্যালেঞ্জ রয়েছে। ভবিষ্যতে বিসিএস পরীক্ষায় উত্তীর্ণ হয়ে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করতে হবে। এজন্য ইংরেজি ও তথ্যপ্রযুক্তিতে দক্ষতা অর্জনের ওপর তিনি বিশেষ গুরুত্ব আরোপ করেন।

অনুষ্ঠানে উপজেলা জিয়া পরিষদের সভাপতি অধ্যাপক আলম শাহ সভাপতিত্ব করেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সহসভাপতি আনম আমিরুল ইসলাম মিন্টিজ, স্বেচ্ছাসেবক দলের সভাপতি মীর শাহাদাত হোসেন ছায়েদ, উপজেলা যুবদলের সাবেক সভাপতি আশ্রাফুর রহমান দিপ ফরাজী। শিক্ষার্থীদের পক্ষ থেকে মাহাদী আল ইসলাম মাহি ও সুমাইয়া রিয়া বক্তব্য দেন।

অনুষ্ঠান সঞ্চালনা করেন পৌরসভা জিয়া পরিষদের সভাপতি মো. হারনুর রশিদ। এতে উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এমআর/সবা

চরফ্যাশনে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

শিক্ষাব্যবস্থা ধ্বংস করেছে আওয়ামী লীগ: নাজিম উদ্দীন আলম

আপডেট সময় : ০৪:৩১:৪৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর ২০২৫

ভোলা-৪ (চরফ্যাশন-মনপুরা) আসনের সাবেক সংসদ সদস্য ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আলহাজ নাজিম উদ্দীন আলম বলেছেন, গত সতের বছরে আওয়ামী লীগ দেশের শিক্ষাব্যবস্থা ধ্বংস করেছে। পরীক্ষাকেন্দ্রগুলো নকলের সয়লাব হয়ে উঠেছিল, যেখানে যুবলীগ-ছাত্রলীগ নেতারা প্রবেশ করে নকল সরবরাহ করত। তিনি এ ধরনের কর্মকাণ্ডের নিন্দা ও প্রতিবাদ জানান।

মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) বেলা ১১টায় চরফ্যাশনের ব্রজগোপাল টাউন হলে উপজেলা ও পৌর জিয়া পরিষদ আয়োজিত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এ অনুষ্ঠানে ২০২৫ ব্যাচের এসএসসি ও দাখিল পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সম্মাননা দেওয়া হয়।

নাজিম উদ্দীন আলম বলেন, বিএনপি সরকার নকলমুক্ত শিক্ষা নিশ্চিত করেছিল। সে সময় শিক্ষামন্ত্রী ও প্রতিমন্ত্রীরা নকল প্রতিরোধে কঠোর ভূমিকা রাখেন। তিনি শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, কেবল এসএসসিতে ভালো ফল করলেই হবে না, সামনে আরও বড় চ্যালেঞ্জ রয়েছে। ভবিষ্যতে বিসিএস পরীক্ষায় উত্তীর্ণ হয়ে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করতে হবে। এজন্য ইংরেজি ও তথ্যপ্রযুক্তিতে দক্ষতা অর্জনের ওপর তিনি বিশেষ গুরুত্ব আরোপ করেন।

অনুষ্ঠানে উপজেলা জিয়া পরিষদের সভাপতি অধ্যাপক আলম শাহ সভাপতিত্ব করেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সহসভাপতি আনম আমিরুল ইসলাম মিন্টিজ, স্বেচ্ছাসেবক দলের সভাপতি মীর শাহাদাত হোসেন ছায়েদ, উপজেলা যুবদলের সাবেক সভাপতি আশ্রাফুর রহমান দিপ ফরাজী। শিক্ষার্থীদের পক্ষ থেকে মাহাদী আল ইসলাম মাহি ও সুমাইয়া রিয়া বক্তব্য দেন।

অনুষ্ঠান সঞ্চালনা করেন পৌরসভা জিয়া পরিষদের সভাপতি মো. হারনুর রশিদ। এতে উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এমআর/সবা