০৫:৪৬ পূর্বাহ্ন, রবিবার, ১১ জানুয়ারী ২০২৬, ২৭ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

নারায়ণগঞ্জে আলীরটেক ইউনিয়নবাসীর স্বপ্ন পূরণ করলেন সেলিম ওসমান

নারায়ণগঞ্জ সদর উপজেলার আলীরটেক ইউনিয়নবাসীর দীর্ঘদিনের স্বপ্ন ছিল ফেরি সার্ভিসের। ফেরি না থাকায় প্রতিদিনই ইউনিয়নের হাজার হাজার বাসিন্দারের ডিক্রিরচর থেকে ধলেশ্বরী নদী পাড়ি দিয়ে আলীরটেকে যাতায়াত করতে হতো। ফলে তাদেরকে নানা দুর্ভোগের শিকার হতে হতো। অবশেষে নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য সেলিম ওসমানের প্রচেষ্টায় সেই দুর্ভোগের অবসান হয়েছে। ধলেশ্বরীতে ভেসেছে ফেরি। যার মাধ্যমে কোনো রকমের ভোগান্তি ছাড়াই ইউনিয়নের হাজার হাজার বাসিন্দা যাতায়াত করতে পারবেন। সেই সঙ্গে আগামী মেয়াদে হয়তো তারা ব্রীজেরও দেখা পেয়ে যেতে পারেন বলে আশ্বাস দিয়েছেন সংসদ সদস্য সেলিম ওসমান।
শনিবার (১৪ অক্টোবর) এলাকাবাসীর নানা উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য সেলিম ওসমান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফেরির উদ্বোধন করেন। ফেরির উদ্বোধনকে ঘিরে এলাকাবাসীর মধ্যে ছিল উৎসবমুখর পরিবেশ।
সকাল থেকেই এলাকাবাসী আগ্রহ নিয়ে অপেক্ষা করতে থাকেন কখন সেলিম ওসমান ফেরি নিয়ে আসবেন। বেলা সাড়ে ১১টার দিকে সেলিম ওসমান ডিক্রিরচর ঘাটে যান। তিনি যাওয়ার সঙ্গে সঙ্গেই অপেক্ষমান থাকা এলাকাবাসীর মধ্যে আনন্দ উল্লাস শুরু হয়। এরপর সেলিম ওসমান ফেরি ঘাটের ফলক উন্মোচন করেন। সেই সঙ্গে পায়রা উড়িয়ে সূচনা করা হয়। তারপর ফেরিতে উঠে লাল ফিতা কেটে ফেরির চলাচলের উদ্বোধন করেন। সেলিম ওসমান যখন ফেরি নিয়ে আলীরটেকের দিকে যাচ্ছিলেন তখন এলাকাবাসী নদীর কিনারে দাঁড়িয়ে আগ্রহের সাথে ফেরি চলতে দেখেন। সেই সাথে আনন্দ উল্লাসে মেতে উঠেন।
জেলা সড়ক ও জনপথ অফিসের নির্বাহী প্রকোশলী শাহানা ফেরদৌস বলেন, আলীরটেক ইউনিয়নবাসী অনেকটাই বিচ্ছিন্ন ছিল। ফেরির মাধ্যমে তাদের এই যোগাযোগ ব্যবস্থা আরও উন্নত হয়েছে। এটা শুধু স্থানীয়ভাবেই নয় জাতীয়ভাবেও যোগাযোগের মাধ্যম সহজ হয়ে যাবে। প্রাথমিক পর্যায়ে সকাল ৬টা থেকে রাত ৮টা পর্যন্ত দুইটি ফেরি চলবে। পরবর্তীতে প্রয়োজনবোধে অন্য ব্যবস্থা নেয়া হবে।
নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য সেলিম ওসমান বলেন, আলীরটেক হবে সুন্দর পর্যটন এলাকা। আপনারা কেউ জায়গা বিক্রি করবেন না। জায়গা বিক্রি করলে কিন্তু পরে আফসোস করবেন। আমি বলেছিলাম এই এলাকায় কোনো কাঁচা রাস্তা থাকবেন না। করোনার কারণে দুই একটা রাস্তা কাঁচা থাকতে পারে। বছর শেষে এগুলো ঠিক হয়ে যাবে।
জনপ্রিয় সংবাদ

নারায়ণগঞ্জে আলীরটেক ইউনিয়নবাসীর স্বপ্ন পূরণ করলেন সেলিম ওসমান

আপডেট সময় : ০৮:০৯:৫৩ অপরাহ্ন, শনিবার, ১৪ অক্টোবর ২০২৩
নারায়ণগঞ্জ সদর উপজেলার আলীরটেক ইউনিয়নবাসীর দীর্ঘদিনের স্বপ্ন ছিল ফেরি সার্ভিসের। ফেরি না থাকায় প্রতিদিনই ইউনিয়নের হাজার হাজার বাসিন্দারের ডিক্রিরচর থেকে ধলেশ্বরী নদী পাড়ি দিয়ে আলীরটেকে যাতায়াত করতে হতো। ফলে তাদেরকে নানা দুর্ভোগের শিকার হতে হতো। অবশেষে নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য সেলিম ওসমানের প্রচেষ্টায় সেই দুর্ভোগের অবসান হয়েছে। ধলেশ্বরীতে ভেসেছে ফেরি। যার মাধ্যমে কোনো রকমের ভোগান্তি ছাড়াই ইউনিয়নের হাজার হাজার বাসিন্দা যাতায়াত করতে পারবেন। সেই সঙ্গে আগামী মেয়াদে হয়তো তারা ব্রীজেরও দেখা পেয়ে যেতে পারেন বলে আশ্বাস দিয়েছেন সংসদ সদস্য সেলিম ওসমান।
শনিবার (১৪ অক্টোবর) এলাকাবাসীর নানা উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য সেলিম ওসমান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফেরির উদ্বোধন করেন। ফেরির উদ্বোধনকে ঘিরে এলাকাবাসীর মধ্যে ছিল উৎসবমুখর পরিবেশ।
সকাল থেকেই এলাকাবাসী আগ্রহ নিয়ে অপেক্ষা করতে থাকেন কখন সেলিম ওসমান ফেরি নিয়ে আসবেন। বেলা সাড়ে ১১টার দিকে সেলিম ওসমান ডিক্রিরচর ঘাটে যান। তিনি যাওয়ার সঙ্গে সঙ্গেই অপেক্ষমান থাকা এলাকাবাসীর মধ্যে আনন্দ উল্লাস শুরু হয়। এরপর সেলিম ওসমান ফেরি ঘাটের ফলক উন্মোচন করেন। সেই সঙ্গে পায়রা উড়িয়ে সূচনা করা হয়। তারপর ফেরিতে উঠে লাল ফিতা কেটে ফেরির চলাচলের উদ্বোধন করেন। সেলিম ওসমান যখন ফেরি নিয়ে আলীরটেকের দিকে যাচ্ছিলেন তখন এলাকাবাসী নদীর কিনারে দাঁড়িয়ে আগ্রহের সাথে ফেরি চলতে দেখেন। সেই সাথে আনন্দ উল্লাসে মেতে উঠেন।
জেলা সড়ক ও জনপথ অফিসের নির্বাহী প্রকোশলী শাহানা ফেরদৌস বলেন, আলীরটেক ইউনিয়নবাসী অনেকটাই বিচ্ছিন্ন ছিল। ফেরির মাধ্যমে তাদের এই যোগাযোগ ব্যবস্থা আরও উন্নত হয়েছে। এটা শুধু স্থানীয়ভাবেই নয় জাতীয়ভাবেও যোগাযোগের মাধ্যম সহজ হয়ে যাবে। প্রাথমিক পর্যায়ে সকাল ৬টা থেকে রাত ৮টা পর্যন্ত দুইটি ফেরি চলবে। পরবর্তীতে প্রয়োজনবোধে অন্য ব্যবস্থা নেয়া হবে।
নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য সেলিম ওসমান বলেন, আলীরটেক হবে সুন্দর পর্যটন এলাকা। আপনারা কেউ জায়গা বিক্রি করবেন না। জায়গা বিক্রি করলে কিন্তু পরে আফসোস করবেন। আমি বলেছিলাম এই এলাকায় কোনো কাঁচা রাস্তা থাকবেন না। করোনার কারণে দুই একটা রাস্তা কাঁচা থাকতে পারে। বছর শেষে এগুলো ঠিক হয়ে যাবে।