রাঙ্গামাটির রাজস্থলী উপজেলার বাঙ্গালহালিয়া ইউনিয়নে অনুষ্ঠিত হয়েছে ৩৫তম মাহা ওয়াগ্যেয়াই ফুটবল টুর্নামেন্ট। রবিবার (৫ অক্টোবর) বাঙ্গালহালিয়া উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত এই খেলা ছিল উৎসবমুখর ও উচ্ছ্বাসপূর্ণ।
টুর্নামেন্টে মোট ৯টি পাড়া দল অংশগ্রহণ করে। সার্বিক আয়োজন করেন বাঙ্গালহালিয়া হেডম্যান পাড়া কেন্দ্রীয় বৌদ্ধ বিহার যুবক-যুবতীবৃন্দ। আহ্বায়ক ছিলেন রনি তালুকদার এবং সঞ্চালনা করেন সুমন বড়ুয়া।
চূড়ান্ত খেলায় হেডম্যান পাড়া দল যৌথ খামার দলকে ৩–০ গোলে পরাজিত করে। মাঠজুড়ে উল্লাস, স্লোগান ও ঢাক-ঢোলের গর্জনে উত্তেজনা ছড়িয়ে পড়ে। খেলোয়াড়দের দক্ষতা, দলগত সমন্বয় ও দর্শকদের উচ্ছ্বাস পুরো খেলার পরিবেশকে আনন্দময় করে তোলে।

প্রধান অতিথি বাঙ্গালহালিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বাবু আদোমং মারমা বলেন, “এই টুর্নামেন্ট আমাদের ঐতিহ্যের অংশ এবং তরুণদের মাদকমুক্ত ও ইতিবাচক জীবনের পথে অনুপ্রাণিত করে। খেলাধুলা শরীরকে সুস্থ রাখে এবং সমাজে ভ্রাতৃত্ব ও সৌহার্দ্য বৃদ্ধি করে।”
গেস্ট অব অনার বিশিষ্ট সমাজসেবক বাবু সাচিং মারমা বলেন, “খেলাধুলা তরুণ সমাজকে একত্রিত করে। মাহা ওয়াগ্যেয়াই ফুটবল টুর্নামেন্ট পাহাড়ের তরুণ সমাজের মধ্যে ঐক্য ও বন্ধুত্ব গড়ে তুলছে।”
বিশেষ অতিথি বাবু ঞোমং মারমা যোগ করেন, “আজকের টুর্নামেন্টে যুবকদের মধ্যে প্রচণ্ড উৎসাহ ও ঐক্য দেখেছি। ভবিষ্যতে এই ধরনের টুর্নামেন্ট তাদের মধ্যে খেলাধুলার প্রতি ভালোবাসা সৃষ্টি করবে।”
দিনব্যাপী খেলা দর্শক ও এলাকার মানুষের মধ্যে আনন্দ, মিলনমেলা ও ক্রীড়া উদ্দীপনা ছড়িয়ে দেয়। খেলা শেষে বিজয়ী দলের হাতে ট্রফি ও পুরস্কার প্রদান করা হয়।
বাঙ্গালহালিয়ার মাহা ওয়াগ্যেয়াই ফুটবল টুর্নামেন্ট এখন কেবল ক্রীড়া আসর নয়, এটি পাহাড়ি জনগোষ্ঠীর ঐক্য, ভ্রাতৃত্ব ও সাংস্কৃতিক ঐতিহ্যের প্রতিফলন।
এমআর/সবা


























