১০:৫৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০১ জানুয়ারী ২০২৬, ১৮ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

হোমনায় বজ্রপাতে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীসহ ৩ জনের মৃত্যু

কুমিল্লার হোমনায় বজ্রপাতে বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীসহ ৩জন নিহত ও ২জন আহত হয়েছেন। রোববার (৫ অক্টোবর) দুপুরে উপজেলার ঘাগুটিয়া ইউনিয়নের ভবানীপুর খেয়াঘাট এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন খোদেদাউদপুর গ্রামের রাহিনুর ইসলামের ছেলে ময়মনসিংহ ত্রিশালের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী রাশেদুল ইসলাম (২৩), নালা দক্ষিণ গ্রামের মতিউর রহমানের ২ মেয়ে মমতাজ বেগম (৩৭) ও জাকিয়া সুলতানা (২৩)। আহত অটোরিকশাচালক ছামাদ মিয়া ও বাবুল মিয়াকে স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে। নালা দক্ষিণ গ্রামের মকবুল হোসেন জানান, নিহত মমতাজ বেগম ২ সন্তানের জননী এবং তার ছোট বোন জাকিয়া সুলতানা বিএসসি নার্সিং ইনস্টিটিউটের শিক্ষার্থী এবং ঢাকার ইউনিক নামের একটি প্রাইভেট হাসপাতালে চাকরি করতো। খোদেদাউদপুর গ্রামের নিহত রাশেদ বিসিএস পরীক্ষায় এবার অবতীর্ন হয়।

এলাকাবাসী জানান, দুপুরে ৩ জন ভবানীপুর খেয়াঘাটে খেয়া পার হওয়ার অপেক্ষায় ছিলেন। হঠাৎ বজ্রপাত হলে ঘটনাস্থলেই মমতাজ বেগম ও জাকিয়া সুলতানা মারা যান। গুরুতর আহত অবস্থায় রাশেদুল ইসলামকে হোমনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত শিক্ষার্থীর চাচা শফিক মিয়া বলেন, ভাতিজা আজ সকালে ঢাকা যাওয়ার উদ্দেশে বাড়ি থেকে বের হয়েছিল। পরে বজ্রপাতে মৃত্যুর খবর পাই।

হোমনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক প্রণব কুমার দেবনাথ বলেন, বজ্রপাতে আহত অবস্থায় এক যুবককে আনা হলে পরীক্ষা করে মৃত ঘোষণা করা হয়।

ঘাগুটিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মফিজুল ইসলাম গণী জানান, নিহতদের মধ্যে মেয়ে দুই জন নালা দক্ষিণ গ্রামের এবং ছেলেটি খোদেদাউদপুর গ্রামের।

হোমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম বলেন, বজ্রপাতে তিনজনের মৃত্যুর খবর পেয়েছি। পুলিশ ঘটনাস্থলে গিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছে।

এমআর/সবা

জনপ্রিয় সংবাদ

হোমনায় বজ্রপাতে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীসহ ৩ জনের মৃত্যু

আপডেট সময় : ০৮:২১:০৬ অপরাহ্ন, রবিবার, ৫ অক্টোবর ২০২৫

কুমিল্লার হোমনায় বজ্রপাতে বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীসহ ৩জন নিহত ও ২জন আহত হয়েছেন। রোববার (৫ অক্টোবর) দুপুরে উপজেলার ঘাগুটিয়া ইউনিয়নের ভবানীপুর খেয়াঘাট এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন খোদেদাউদপুর গ্রামের রাহিনুর ইসলামের ছেলে ময়মনসিংহ ত্রিশালের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী রাশেদুল ইসলাম (২৩), নালা দক্ষিণ গ্রামের মতিউর রহমানের ২ মেয়ে মমতাজ বেগম (৩৭) ও জাকিয়া সুলতানা (২৩)। আহত অটোরিকশাচালক ছামাদ মিয়া ও বাবুল মিয়াকে স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে। নালা দক্ষিণ গ্রামের মকবুল হোসেন জানান, নিহত মমতাজ বেগম ২ সন্তানের জননী এবং তার ছোট বোন জাকিয়া সুলতানা বিএসসি নার্সিং ইনস্টিটিউটের শিক্ষার্থী এবং ঢাকার ইউনিক নামের একটি প্রাইভেট হাসপাতালে চাকরি করতো। খোদেদাউদপুর গ্রামের নিহত রাশেদ বিসিএস পরীক্ষায় এবার অবতীর্ন হয়।

এলাকাবাসী জানান, দুপুরে ৩ জন ভবানীপুর খেয়াঘাটে খেয়া পার হওয়ার অপেক্ষায় ছিলেন। হঠাৎ বজ্রপাত হলে ঘটনাস্থলেই মমতাজ বেগম ও জাকিয়া সুলতানা মারা যান। গুরুতর আহত অবস্থায় রাশেদুল ইসলামকে হোমনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত শিক্ষার্থীর চাচা শফিক মিয়া বলেন, ভাতিজা আজ সকালে ঢাকা যাওয়ার উদ্দেশে বাড়ি থেকে বের হয়েছিল। পরে বজ্রপাতে মৃত্যুর খবর পাই।

হোমনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক প্রণব কুমার দেবনাথ বলেন, বজ্রপাতে আহত অবস্থায় এক যুবককে আনা হলে পরীক্ষা করে মৃত ঘোষণা করা হয়।

ঘাগুটিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মফিজুল ইসলাম গণী জানান, নিহতদের মধ্যে মেয়ে দুই জন নালা দক্ষিণ গ্রামের এবং ছেলেটি খোদেদাউদপুর গ্রামের।

হোমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম বলেন, বজ্রপাতে তিনজনের মৃত্যুর খবর পেয়েছি। পুলিশ ঘটনাস্থলে গিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছে।

এমআর/সবা