০৭:১৬ পূর্বাহ্ন, শুক্রবার, ০২ জানুয়ারী ২০২৬, ১৯ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

লোহাগাড়ায় ৩০ বছরের পুরোনো রাস্তা পুনঃস্থাপনের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার আমিরাবাদ স্টেশনসংলগ্ন জলদাসপাড়ার বাসিন্দারা ৩০ বছরের পুরোনো রাস্তা পুনঃস্থাপনের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ করেছেন। সোমবার (৬ অক্টোবর) সকাল ১১টায় স্টেশন এলাকা থেকে শুরু হয়ে মানববন্ধনটি উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়।

মানববন্ধনে লোহাগাড়া উপজেলা যুবদলের সাবেক আহ্বায়ক মোসলেম উদ্দিনসহ স্থানীয় রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ অংশ নেন। পরে জলদাসপাড়ার পক্ষ থেকে ইউএনও সাইফুল ইসলাম বরাবর একটি স্মারকলিপি দেওয়া হয়।

স্মারকলিপিতে উল্লেখ করা হয়, প্রায় একশ পরিবার ওই পাড়ায় বসবাস করলেও তাদের চলাচলের কোনো সরকারি রাস্তা নেই। সাবেক উপজেলা চেয়ারম্যান মরহুম জিয়াউল হক চৌধুরী বাবুলের সময় থেকে ওই পথ বন্ধ রয়েছে বলে অভিযোগ করা হয়।

এ বিষয়ে ইউএনও সাইফুল ইসলাম মানববন্ধনকারীদের শান্ত থাকতে আহ্বান জানান এবং এলাকা পরিদর্শনের আশ্বাস দেন। তিনি বলেন, “বিষয়টি যাচাই করে দ্রুত সমাধানের চেষ্টা করা হবে।”

অন্যদিকে, সাবেক উপজেলা চেয়ারম্যানের স্ত্রী নূরে আয়েশা চৌধুরী বলেন, “জলদাসপাড়ার মানুষদের চলাচলের রাস্তা ইতিমধ্যেই দেওয়া আছে, সেটি আমার স্বামীর খতিয়ানভুক্ত জমিতে। যদি অতিরিক্ত জায়গা প্রয়োজন হয়, তাহলে নিয়ম মেনে ক্রয় করতে হবে—আন্দোলন করে নয়।”

ঘটনাটি এলাকায় আলোচনার জন্ম দিয়েছে, তবে প্রশাসনের আশ্বাসে পরিস্থিতি বর্তমানে শান্ত রয়েছে।

এমআর/সবা

জনপ্রিয় সংবাদ

লোহাগাড়ায় ৩০ বছরের পুরোনো রাস্তা পুনঃস্থাপনের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ

আপডেট সময় : ১০:০১:৫২ অপরাহ্ন, সোমবার, ৬ অক্টোবর ২০২৫

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার আমিরাবাদ স্টেশনসংলগ্ন জলদাসপাড়ার বাসিন্দারা ৩০ বছরের পুরোনো রাস্তা পুনঃস্থাপনের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ করেছেন। সোমবার (৬ অক্টোবর) সকাল ১১টায় স্টেশন এলাকা থেকে শুরু হয়ে মানববন্ধনটি উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়।

মানববন্ধনে লোহাগাড়া উপজেলা যুবদলের সাবেক আহ্বায়ক মোসলেম উদ্দিনসহ স্থানীয় রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ অংশ নেন। পরে জলদাসপাড়ার পক্ষ থেকে ইউএনও সাইফুল ইসলাম বরাবর একটি স্মারকলিপি দেওয়া হয়।

স্মারকলিপিতে উল্লেখ করা হয়, প্রায় একশ পরিবার ওই পাড়ায় বসবাস করলেও তাদের চলাচলের কোনো সরকারি রাস্তা নেই। সাবেক উপজেলা চেয়ারম্যান মরহুম জিয়াউল হক চৌধুরী বাবুলের সময় থেকে ওই পথ বন্ধ রয়েছে বলে অভিযোগ করা হয়।

এ বিষয়ে ইউএনও সাইফুল ইসলাম মানববন্ধনকারীদের শান্ত থাকতে আহ্বান জানান এবং এলাকা পরিদর্শনের আশ্বাস দেন। তিনি বলেন, “বিষয়টি যাচাই করে দ্রুত সমাধানের চেষ্টা করা হবে।”

অন্যদিকে, সাবেক উপজেলা চেয়ারম্যানের স্ত্রী নূরে আয়েশা চৌধুরী বলেন, “জলদাসপাড়ার মানুষদের চলাচলের রাস্তা ইতিমধ্যেই দেওয়া আছে, সেটি আমার স্বামীর খতিয়ানভুক্ত জমিতে। যদি অতিরিক্ত জায়গা প্রয়োজন হয়, তাহলে নিয়ম মেনে ক্রয় করতে হবে—আন্দোলন করে নয়।”

ঘটনাটি এলাকায় আলোচনার জন্ম দিয়েছে, তবে প্রশাসনের আশ্বাসে পরিস্থিতি বর্তমানে শান্ত রয়েছে।

এমআর/সবা