০৬:২৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর ২০২৫, ১১ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

ইবিতে সাজিদ হত্যার বিচার দাবিতে ছাত্রদলের অবস্থান কর্মসূচি

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) আল কুরআন অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের মেধাবী শিক্ষার্থী সাজিদ আব্দুল্লাহ হত্যার বিচার, খুনিদের দ্রুত গ্রেফতার এবং আওয়ামীপন্থী শিক্ষকদের নিয়োগ বোর্ড থেকে অপসারণের দাবিতে অবস্থান কর্মসূচি পালন করেছে শাখা ছাত্রদল।

মঙ্গলবার (৭ অক্টোবর) বেলা ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবনের নিচে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে নেতৃত্ব দেন শাখা ছাত্রদলের আহ্বায়ক সাহেদ আহম্মেদ। উপস্থিত ছিলেন সদস্য সচিব মাসুদ রুমি মিথুন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আনোয়ার পারভেজ, যুগ্ম আহ্বায়ক আবু দাউদ, আহসান হাবীব, আনারুল ইসলাম, সদস্য সাব্বির হোসেন, রাফিজ আহমেদ, নূর উদ্দিনসহ শতাধিক নেতাকর্মী।

কর্মসূচিতে বক্তারা অভিযোগ করেন, সাজিদ হত্যার পর দীর্ঘ সময় পার হলেও খুনিদের গ্রেফতার করা হয়নি। প্রশাসন ঘটনাটিকে গুরুত্ব দিচ্ছে না এবং রাজনৈতিক প্রভাব খাটিয়ে তদন্তকে ভিন্ন খাতে নেওয়ার চেষ্টা করছে বলে দাবি করেন তারা।

সদস্য সচিব মাসুদ রুমি মিথুন বলেন, “নিরাপদ ক্যাম্পাস নিশ্চিত করা ছাত্রদলের অঙ্গীকার। সাজিদ হত্যার পরও খুনিরা ধরাছোঁয়ার বাইরে—এটি প্রশাসনের ব্যর্থতা। আমরা প্রশাসনের উদাসীনতার তীব্র নিন্দা জানাই।”

আহ্বায়ক সাহেদ আহম্মেদ বলেন, “আমরা প্রশাসনকে ১০ দিন সময় দিচ্ছি। এর মধ্যে খুনিদের গ্রেফতার করতে হবে। না হলে ছাত্রদল কঠোর কর্মসূচিতে যাবে।” তিনি আরও বলেন, “শিক্ষক নিয়োগ বোর্ডে চিহ্নিত আওয়ামী ফ্যাসিস্টদের স্থান দেওয়া হয়েছে—অবিলম্বে তাদের অপসারণ করতে হবে।”

বক্তারা আরও বলেন, বিশ্ববিদ্যালয়ে ফ্যাসিবাদ কায়েমের চেষ্টা চলছে, যা বন্ধ করতে প্রশাসনকে দ্রুত পদক্ষেপ নিতে হবে। পাশাপাশি মেধার ভিত্তিতে হলের সিট বণ্টন এবং শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করার দাবিও জানানো হয়।

এমআর/সবা

জনপ্রিয় সংবাদ

সপরিবারে হিথ্রো বিমানবন্দরে পৌঁছেছেন তারেক রহমান

ইবিতে সাজিদ হত্যার বিচার দাবিতে ছাত্রদলের অবস্থান কর্মসূচি

আপডেট সময় : ০৪:৩০:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ অক্টোবর ২০২৫

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) আল কুরআন অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের মেধাবী শিক্ষার্থী সাজিদ আব্দুল্লাহ হত্যার বিচার, খুনিদের দ্রুত গ্রেফতার এবং আওয়ামীপন্থী শিক্ষকদের নিয়োগ বোর্ড থেকে অপসারণের দাবিতে অবস্থান কর্মসূচি পালন করেছে শাখা ছাত্রদল।

মঙ্গলবার (৭ অক্টোবর) বেলা ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবনের নিচে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে নেতৃত্ব দেন শাখা ছাত্রদলের আহ্বায়ক সাহেদ আহম্মেদ। উপস্থিত ছিলেন সদস্য সচিব মাসুদ রুমি মিথুন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আনোয়ার পারভেজ, যুগ্ম আহ্বায়ক আবু দাউদ, আহসান হাবীব, আনারুল ইসলাম, সদস্য সাব্বির হোসেন, রাফিজ আহমেদ, নূর উদ্দিনসহ শতাধিক নেতাকর্মী।

কর্মসূচিতে বক্তারা অভিযোগ করেন, সাজিদ হত্যার পর দীর্ঘ সময় পার হলেও খুনিদের গ্রেফতার করা হয়নি। প্রশাসন ঘটনাটিকে গুরুত্ব দিচ্ছে না এবং রাজনৈতিক প্রভাব খাটিয়ে তদন্তকে ভিন্ন খাতে নেওয়ার চেষ্টা করছে বলে দাবি করেন তারা।

সদস্য সচিব মাসুদ রুমি মিথুন বলেন, “নিরাপদ ক্যাম্পাস নিশ্চিত করা ছাত্রদলের অঙ্গীকার। সাজিদ হত্যার পরও খুনিরা ধরাছোঁয়ার বাইরে—এটি প্রশাসনের ব্যর্থতা। আমরা প্রশাসনের উদাসীনতার তীব্র নিন্দা জানাই।”

আহ্বায়ক সাহেদ আহম্মেদ বলেন, “আমরা প্রশাসনকে ১০ দিন সময় দিচ্ছি। এর মধ্যে খুনিদের গ্রেফতার করতে হবে। না হলে ছাত্রদল কঠোর কর্মসূচিতে যাবে।” তিনি আরও বলেন, “শিক্ষক নিয়োগ বোর্ডে চিহ্নিত আওয়ামী ফ্যাসিস্টদের স্থান দেওয়া হয়েছে—অবিলম্বে তাদের অপসারণ করতে হবে।”

বক্তারা আরও বলেন, বিশ্ববিদ্যালয়ে ফ্যাসিবাদ কায়েমের চেষ্টা চলছে, যা বন্ধ করতে প্রশাসনকে দ্রুত পদক্ষেপ নিতে হবে। পাশাপাশি মেধার ভিত্তিতে হলের সিট বণ্টন এবং শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করার দাবিও জানানো হয়।

এমআর/সবা