চবি কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) নির্বাচনে ইসলামী ছাত্রশিবির সমর্থিত সহ-সভাপতি (ভিপি) প্রার্থী মো. ইব্রাহীম হোসেনের বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল।
আজ (৮ অক্টোবর) বেলা ২টার দিকে ছাত্রদল ও তাদের সমর্থিত নেতারা নির্বাচন কমিশনের কাছে লিখিত অভিযোগ দেন। অভিযোগে বলা হয়েছে, ইব্রাহীম হোসেন বিশ্ববিদ্যালয়ের নতুন কলা ভবনের ইতিহাস বিভাগের ৩২৩ নম্বর কক্ষে সাউন্ড সিস্টেম ব্যবহার করে প্রায় ২০ মিনিট প্রচারণা চালিয়েছেন। এটি ক্লাস কার্যক্রমে বাধা দেয়ার কারণে আচরণবিধি লঙ্ঘন হিসেবে গণ্য হয়েছে।
শাখা ছাত্রদলের সভাপতি আলাউদ্দিন মহসিন বলেন, “ভিপি প্রার্থীর আচরণবিধি লঙ্ঘনের বিষয়টি আমরা লিখিতভাবে কমিশনে জানিয়েছি এবং দ্রুত ব্যবস্থা গ্রহণের আহ্বান জানাচ্ছি।”
নির্বাচন কমিশনের প্রধান অধ্যাপক প্রধান মনির উদ্দিন অভিযোগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করে বলেন, “অভিযোগটি বিশ্ববিদ্যালয়ের আচরণবিধি কমিটিতে হস্তান্তর করা হবে।”
ইসলামী ছাত্রশিবির শাখা সভাপতি মোহাম্মদ আলী অভিযোগ অস্বীকার করে বলেন, “ইব্রাহীম নিজ বিভাগের জুনিয়রদের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন, প্রচারণা চালাতে যাননি। তবে আমাদেরও অভিযোগ আছে, যা আমরা কমিশনে জানাব।”
ভিপি প্রার্থী নিজেও বলেন, “নির্বাচন কমিশন যদি ব্যাখ্যা চায়, আমি সেভাবে জবাব দেব।”
দুর্গাপূজার ছুটি শেষ হওয়ার পর ক্যাম্পাসে শিক্ষার্থীদের উপস্থিতিতে কেন্দ্রীয় ছাত্র সংসদ ও হল সংসদ নির্বাচনের প্রচারণা শুরু হয়েছে।
এমআর/সবা

























