০৬:৩৪ পূর্বাহ্ন, বুধবার, ২৪ ডিসেম্বর ২০২৫, ১০ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

নিত্য নতুন কৌশলে হ্যাকাররা: ম্যাসেজের লিঙ্ক ক্লিক করলেই সব তথ্য হাতিয়ে নিচ্ছে চক্রটি

ডিজিটাল যুগে বিশ্ব এখন হাতের মুঠোয়। অপরাধীরা বিশ্বের যেকোন প্রান্ত থেকে তাদের টার্গেটকৃত ব্যক্তি বা আর্থিক প্রতিষ্ঠানের ক্ষতি করতে পারছে। সম্প্রতি একটি নতুন প্রতারণামূলক কৌশল উদ্ভাবন করেছে সাইবার অপরাধীরা। তারা ফেইসবুক ম্যাসেঞ্জার, ওয়াটসঅ্যাপ বা ই-মেইলে লোভনীয় প্রস্তাবে জরুরি বার্তার লিঙ্ক পাঠাচ্ছে। কেউ সেই লিঙ্কে ক্লিক করলেই তার জীবন বৃত্তান্ত, ব্যাংক হিসাবসহ সব তথ্যই চুরি হয়ে যাচ্ছে।

চক্রটি এখন ওটিপি বা এটিএম পিন ছাড়াই ব্যাংক অ্যাকাউন্ট থেকে টাকা হাতিয়ে নিচ্ছে। কল মার্জিং, ভয়েসমেইল হ্যাক, কিউআর কোড জালিয়াতি ও স্ক্রিন শেয়ারিং প্রতারণার মতো উন্নত পদ্ধতিও ব্যবহার করছে। সম্প্রতি ইসলামী ব্যাংকের অফিসিয়াল ফেসবুক পেজ দুই দফায় হ্যাকড হয়, হ্যাকাররা প্রোফাইল ও কাভার ছবি পরিবর্তন করে হুমকিসূচক বার্তা দেয়। নিজেদের পরিচয় দিতে তারা ‘ঞবধস গঝ ৪৭ঙঢ’ নাম ব্যবহার করে বড় ধরনের সাইবার হামলার হুমকি দেয়।

 

ইসলামী ব্যাংকের এক ঊর্ধ্বতন কর্মকর্তা জানিয়েছেন, সাপ্তাহিক ছুটির দিন হওয়ায় প্রথমে বিষয়টি নজরে আসেনি। পরে আইটি টিম কাজ করে প্রায় ১০ ঘণ্টা পর বিকেলে পেজের নিয়ন্ত্রণ ফিরে পায়। রাত সাড়ে ৮টার দিকে হ্যাকাররা আবারও নিজেদের নিয়ন্ত্রণে নিয়ে হুমকি দেয়।

আইটি বিশেষজ্ঞরা সতর্ক করেছেন, অচেনা নম্বর থেকে আসা কল বা মেসেজে কখনোও ব্যক্তিগত বা ব্যাংক তথ্য শেয়ার করা যাবে না। অবিশ্বস্ত লিংক, অ্যাপ বা অফার বার্তায় ক্লিক করা থেকে বিরত থাকতে হবে। সামাজিক যোগাযোগ মাধ্যমেও ব্যক্তিগত বিষয় জানানো থেকে বিরত থাকা জরুরি।

বাংলাদেশ ব্যাংক বলেছে, ভুয়া ওয়েবসাইট ও অ্যাপ থেকে সতর্ক থাকুন। সম্প্রতি আইএমএফ ও বাংলাদেশ ব্যাংকের নাম ব্যবহার করে প্রতারণা করা হচ্ছে। বিনিয়োগ বা ঋণ প্রদানের নামে যে কেউ তথ্য চাইলে তা আইনবিরুদ্ধ। পরিশোধ ও নিষ্পত্তি ব্যবস্থা আইন, ২০২৪ অনুযায়ী, অনুমোদন ছাড়া অনলাইন বা অফলাইনে বিনিয়োগ গ্রহণ বা ঋণ প্রদান সর্বোচ্চ ৫ বছর কারাদণ্ড, ৫০ লাখ টাকা অর্থদণ্ড বা উভয় দণ্ডের অধীন।

 

প্রোবফ্লাই আইটি’র প্রতিষ্ঠাতা আব্দুল্লাহ আল ইমরান বলেন, “অনলাইন প্ল্যাটফর্মে অপরাধ ছড়াচ্ছে দ্রুত, কিন্তু একশন তত দ্রুত হচ্ছে না। সরকার ও প্রশাসন চাইলে এটি বন্ধ করা সম্ভব।”

ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) মিডিয়া সেলের ডিসি মুহাম্মদ তালেবুর রহমান জানিয়েছেন, ডিজিটাল দুনিয়ার এই ছায়া-যুদ্ধে অপরাধীরা এক ধাপ এগিয়ে থাকে। তবে পুলিশের সাইবার ইউনিটসহ বিভিন্ন সংস্থা তৎপর। সুনির্দিষ্ট অভিযোগ পেলে অবশ্যই আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

এমআর/সবা

জনপ্রিয় সংবাদ

একনেক সভায় ৪৬ হাজার ৪১৯ কোটি টাকার ২২ প্রকল্প অনুমোদন

নিত্য নতুন কৌশলে হ্যাকাররা: ম্যাসেজের লিঙ্ক ক্লিক করলেই সব তথ্য হাতিয়ে নিচ্ছে চক্রটি

আপডেট সময় : ০৮:৩৭:০৯ অপরাহ্ন, বুধবার, ৮ অক্টোবর ২০২৫

ডিজিটাল যুগে বিশ্ব এখন হাতের মুঠোয়। অপরাধীরা বিশ্বের যেকোন প্রান্ত থেকে তাদের টার্গেটকৃত ব্যক্তি বা আর্থিক প্রতিষ্ঠানের ক্ষতি করতে পারছে। সম্প্রতি একটি নতুন প্রতারণামূলক কৌশল উদ্ভাবন করেছে সাইবার অপরাধীরা। তারা ফেইসবুক ম্যাসেঞ্জার, ওয়াটসঅ্যাপ বা ই-মেইলে লোভনীয় প্রস্তাবে জরুরি বার্তার লিঙ্ক পাঠাচ্ছে। কেউ সেই লিঙ্কে ক্লিক করলেই তার জীবন বৃত্তান্ত, ব্যাংক হিসাবসহ সব তথ্যই চুরি হয়ে যাচ্ছে।

চক্রটি এখন ওটিপি বা এটিএম পিন ছাড়াই ব্যাংক অ্যাকাউন্ট থেকে টাকা হাতিয়ে নিচ্ছে। কল মার্জিং, ভয়েসমেইল হ্যাক, কিউআর কোড জালিয়াতি ও স্ক্রিন শেয়ারিং প্রতারণার মতো উন্নত পদ্ধতিও ব্যবহার করছে। সম্প্রতি ইসলামী ব্যাংকের অফিসিয়াল ফেসবুক পেজ দুই দফায় হ্যাকড হয়, হ্যাকাররা প্রোফাইল ও কাভার ছবি পরিবর্তন করে হুমকিসূচক বার্তা দেয়। নিজেদের পরিচয় দিতে তারা ‘ঞবধস গঝ ৪৭ঙঢ’ নাম ব্যবহার করে বড় ধরনের সাইবার হামলার হুমকি দেয়।

 

ইসলামী ব্যাংকের এক ঊর্ধ্বতন কর্মকর্তা জানিয়েছেন, সাপ্তাহিক ছুটির দিন হওয়ায় প্রথমে বিষয়টি নজরে আসেনি। পরে আইটি টিম কাজ করে প্রায় ১০ ঘণ্টা পর বিকেলে পেজের নিয়ন্ত্রণ ফিরে পায়। রাত সাড়ে ৮টার দিকে হ্যাকাররা আবারও নিজেদের নিয়ন্ত্রণে নিয়ে হুমকি দেয়।

আইটি বিশেষজ্ঞরা সতর্ক করেছেন, অচেনা নম্বর থেকে আসা কল বা মেসেজে কখনোও ব্যক্তিগত বা ব্যাংক তথ্য শেয়ার করা যাবে না। অবিশ্বস্ত লিংক, অ্যাপ বা অফার বার্তায় ক্লিক করা থেকে বিরত থাকতে হবে। সামাজিক যোগাযোগ মাধ্যমেও ব্যক্তিগত বিষয় জানানো থেকে বিরত থাকা জরুরি।

বাংলাদেশ ব্যাংক বলেছে, ভুয়া ওয়েবসাইট ও অ্যাপ থেকে সতর্ক থাকুন। সম্প্রতি আইএমএফ ও বাংলাদেশ ব্যাংকের নাম ব্যবহার করে প্রতারণা করা হচ্ছে। বিনিয়োগ বা ঋণ প্রদানের নামে যে কেউ তথ্য চাইলে তা আইনবিরুদ্ধ। পরিশোধ ও নিষ্পত্তি ব্যবস্থা আইন, ২০২৪ অনুযায়ী, অনুমোদন ছাড়া অনলাইন বা অফলাইনে বিনিয়োগ গ্রহণ বা ঋণ প্রদান সর্বোচ্চ ৫ বছর কারাদণ্ড, ৫০ লাখ টাকা অর্থদণ্ড বা উভয় দণ্ডের অধীন।

 

প্রোবফ্লাই আইটি’র প্রতিষ্ঠাতা আব্দুল্লাহ আল ইমরান বলেন, “অনলাইন প্ল্যাটফর্মে অপরাধ ছড়াচ্ছে দ্রুত, কিন্তু একশন তত দ্রুত হচ্ছে না। সরকার ও প্রশাসন চাইলে এটি বন্ধ করা সম্ভব।”

ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) মিডিয়া সেলের ডিসি মুহাম্মদ তালেবুর রহমান জানিয়েছেন, ডিজিটাল দুনিয়ার এই ছায়া-যুদ্ধে অপরাধীরা এক ধাপ এগিয়ে থাকে। তবে পুলিশের সাইবার ইউনিটসহ বিভিন্ন সংস্থা তৎপর। সুনির্দিষ্ট অভিযোগ পেলে অবশ্যই আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

এমআর/সবা