০২:২২ অপরাহ্ন, শনিবার, ২৭ ডিসেম্বর ২০২৫, ১৩ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

মিরাজ-হৃদয়ের ফিফটির পরও ২২১ রানে শেষ বাংলাদেশ

টি-টোয়েন্টি সিরিজে আফগানিস্তানকে হোয়াইটওয়াশ করে ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে আজ খেলতে নেমে খুব বেশি সুবিধে করতে পারেনি বাংলাদেশ। শুরুটা ভালো না হলেও মিডল অর্ডারে লড়েছেন মেহেদি হাসান মিরাজ ও তাওহীদ হৃদয়।

দুজনেই পান ফিফটির দেখা। তবে এই দুজনের বিদায়ের পর দ্রুত উইকেট হারায় বাংলাদেশ। গুটিয়ে যায় অল্প রানেই।
আবুধাবির জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে আজ টস জিতে আগে ব্যাট করতে নেমে বাংলাদেশের শুরুটা হয় তানজিদ হাসান তামিমকে হারিয়ে। চতুর্থ ওভারে আজমতউল্লাহ ওমরজাইয়ের বল তার ব্যাটে লেগে চলে যায় রহমানউল্লাহ গুরবাজের গ্লাভসে। ১০ রানে ফেরেন টাইগার ওপেনার। তিনে নেমে আজও ব্যর্থ হন শান্ত। ৫ বলে ২ রান করে ওমরজাইয়ের শিকার হন তিনি।

অভিষেক ম্যাচে খেলতে নেমে লড়াই চালাতে থাকেন সাইফ। তবে খারোটে সেটি করতে দেননি। তার বল লং অফে শট নিতে গিয়ে রশিদ খানের তালুবন্দি হন সাইফ। ফেরেন ৩৭ বলে ২৬ রান করে। এরপর দারুণ জুটি গড়েন মিরাজ ও হৃদয়। ৭৫ বলে ফিফটি পূর্ণ করেন হৃদয়। আর মিরাজের লাগে ৭৪ বল। তাদের ১০১ রানের জুটিটি ভাঙে রান আউটে। ৮৫ বলে ৫৬ রান করে ফেরেন হৃদয়।

এরপর বেশিক্ষণ টিকতে পারেননি মিরাজও। ৮৭ বলে ৬০ রান করে রশিদ খানের এলবিডব্লিউয়ের শিকার হন তিনি। একইভাবে জাকের আলিকেও বিদায় করেন রশিদ। ধুঁকতে থাকা এই ব্যাটার ১০ রান করেন। সোহানকেও বিদায় করেন আফগান এই স্পিনার। স্রেফ ৭ রান আসে তার ব্যাট থেকে। শেষদিকে তানজিম হাসান সাকিব প্রতিরোধের চেষ্টা করেন। তবে ১৭ রান করে ফিরতে হয় তাকে। আর ৮ বলে ১১ রান করেন তানভির ইসলাম।

আফগানদের পক্ষে ৩টি করে উইকেট নেন রশিদ ও ওমরজাই। দুটি উইকেট পান গানজাফর। একটি উইকেট নেন খারোটে।

এমআর/সবা

জনপ্রিয় সংবাদ

স্মৃতিসৌধে তারেক রহমান

মিরাজ-হৃদয়ের ফিফটির পরও ২২১ রানে শেষ বাংলাদেশ

আপডেট সময় : ০৯:৫৬:১০ অপরাহ্ন, বুধবার, ৮ অক্টোবর ২০২৫

টি-টোয়েন্টি সিরিজে আফগানিস্তানকে হোয়াইটওয়াশ করে ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে আজ খেলতে নেমে খুব বেশি সুবিধে করতে পারেনি বাংলাদেশ। শুরুটা ভালো না হলেও মিডল অর্ডারে লড়েছেন মেহেদি হাসান মিরাজ ও তাওহীদ হৃদয়।

দুজনেই পান ফিফটির দেখা। তবে এই দুজনের বিদায়ের পর দ্রুত উইকেট হারায় বাংলাদেশ। গুটিয়ে যায় অল্প রানেই।
আবুধাবির জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে আজ টস জিতে আগে ব্যাট করতে নেমে বাংলাদেশের শুরুটা হয় তানজিদ হাসান তামিমকে হারিয়ে। চতুর্থ ওভারে আজমতউল্লাহ ওমরজাইয়ের বল তার ব্যাটে লেগে চলে যায় রহমানউল্লাহ গুরবাজের গ্লাভসে। ১০ রানে ফেরেন টাইগার ওপেনার। তিনে নেমে আজও ব্যর্থ হন শান্ত। ৫ বলে ২ রান করে ওমরজাইয়ের শিকার হন তিনি।

অভিষেক ম্যাচে খেলতে নেমে লড়াই চালাতে থাকেন সাইফ। তবে খারোটে সেটি করতে দেননি। তার বল লং অফে শট নিতে গিয়ে রশিদ খানের তালুবন্দি হন সাইফ। ফেরেন ৩৭ বলে ২৬ রান করে। এরপর দারুণ জুটি গড়েন মিরাজ ও হৃদয়। ৭৫ বলে ফিফটি পূর্ণ করেন হৃদয়। আর মিরাজের লাগে ৭৪ বল। তাদের ১০১ রানের জুটিটি ভাঙে রান আউটে। ৮৫ বলে ৫৬ রান করে ফেরেন হৃদয়।

এরপর বেশিক্ষণ টিকতে পারেননি মিরাজও। ৮৭ বলে ৬০ রান করে রশিদ খানের এলবিডব্লিউয়ের শিকার হন তিনি। একইভাবে জাকের আলিকেও বিদায় করেন রশিদ। ধুঁকতে থাকা এই ব্যাটার ১০ রান করেন। সোহানকেও বিদায় করেন আফগান এই স্পিনার। স্রেফ ৭ রান আসে তার ব্যাট থেকে। শেষদিকে তানজিম হাসান সাকিব প্রতিরোধের চেষ্টা করেন। তবে ১৭ রান করে ফিরতে হয় তাকে। আর ৮ বলে ১১ রান করেন তানভির ইসলাম।

আফগানদের পক্ষে ৩টি করে উইকেট নেন রশিদ ও ওমরজাই। দুটি উইকেট পান গানজাফর। একটি উইকেট নেন খারোটে।

এমআর/সবা