দিনাজপুরে ৫২তম বাংলাদেশ জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বিভাগের গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার সকালে গোর-এ-শহীদ বড় ময়দানে জেলা ক্রীড়া অফিস ও জিলা স্কুল ক্রীড়া সমিতির আয়োজনে প্রধান অতিথি জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ মোখলেছুর রহমান উপস্থিত থেকে উদ্বোধন করেন।
অনুষ্ঠানে জেলা শিক্ষা অফিসার, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি), উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এবং ১৩ উপজেলার প্রধান শিক্ষকরা উপস্থিত ছিলেন। বক্তারা খেলাধূলার মাধ্যমে সুস্থ্য জীবন ও স্কুল শিক্ষার সমন্বয়ের গুরুত্বের ওপর গুরুত্বারোপ করেন।
প্রতিযোগিতা ৯ থেকে ১৩ অক্টোবর অনুষ্ঠিত হবে। এতে ফুটবল, হ্যান্ডবল, কাবাডি, সাঁতার ও দাবা খেলার আয়োজন করা হয়েছে।
এমআর/সবা

























