চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) ইউনিভার্সিটি টিচার্স লিংক (ইউটিএল) আংশিক আহ্বায়ক কমিটি গঠন করেছে। ২২ সদস্যবিশিষ্ট কমিটিতে রাজনীতি বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. এনায়েত উল্যা পাটওয়ারী আহ্বায়ক ও আধুনিক ভাষা ইনস্টিটিউটের অধ্যাপক ইব্রাহিম হোসেন সদস্য সচিব হিসেবে নির্বাচিত হয়েছেন।
বৃহস্পতিবার (৯ অক্টোবর) সমাজবিজ্ঞান অনুষদের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত আত্মপ্রকাশ অনুষ্ঠানে সংগঠনটির কেন্দ্রীয় সদস্য সচিব ড. মোহাম্মদ বেলাল হোসেন কমিটি ঘোষণা করেন। তিনি বলেন, “ইউটিএল একটি মর্যাদাসম্পন্ন, স্বাধীন ও প্রতিশ্রুতিবদ্ধ একাডেমিয়া গড়ে তোলার ভিশন নিয়ে আত্মপ্রকাশ করছে। আমরা একাডেমিক উৎকর্ষতা, আত্মমর্যাদা, জাতীয় প্রতিশ্রুতি, ধর্মীয় সহনশীলতা ও সমষ্টিগত দায়িত্বে কাজ করবো।”
কমিটিতে যুগ্ম আহ্বায়ক, যুগ্ম সদস্য-সচিব, ট্রেজারার ও আহ্বায়ক সদস্যসহ বিভিন্ন বিভাগের অধ্যাপক ও প্রভাষকরা অন্তর্ভুক্ত রয়েছেন।
এমআর/সবা

























