১০:৫৫ পূর্বাহ্ন, শনিবার, ২৭ ডিসেম্বর ২০২৫, ১৩ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
এশিয়ান কাপ বাছাই

হামজার গোলে এগিয়ে বাংলাদেশ

হংকংয়ের জালে হামজার গোলগোলের পর উল্লাস

এএফসি এশিয়ান কাপ বাছাইপর্বের বাঁচা-মরার লড়াইয়ে হংকং চায়নার বিপক্ষে দুর্দান্ত শুরু করেছে বাংলাদেশ। ম্যাচের মাত্র ১৩ তম মিনিটেই তারকা মিডফিল্ডার হামজা চৌধুরীর গোলে লিড নিয়ে চালকের আসনে বসেছে হাভিয়ের কাবরেরার শিষ্যরা।

এটা হামজার বাংলাদেশের হয়ে দ্বিতীয় এবং ক্যারিয়ারের তৃতীয় গোল।
এই গোলটি যেন হংকংয়ের কোচ অ্যাশলে ওয়েস্টউডের এক মন্তব্যের মোক্ষম জবাব। ম্যাচের আগের দিন সংবাদ সম্মেলনে হামজাকে নিয়ে এক প্রশ্নের উত্তরে ওয়েস্টউড কটাক্ষ করে বলেছিলেন, ‘আমার দলে থাকলে সে সম্ভবত বেঞ্চে থাকতো’। সেই ‘বেঞ্চের খেলোয়াড়’ হামজাই আজ শুরুতেই তার গোলে চুপ করিয়ে দিলেন প্রতিপক্ষ শিবিরকে।

বক্সের বাঁদিকে একটি ফ্রি-কিক পায় বাংলাদেশ। হামজা চৌধুরীর নেওয়া বাঁকানো শটটি হংকংয়ের এক ফরোয়ার্ড হেড করে বিপদমুক্ত করতে চেয়েছিলেন। কিন্তু তার মাথায় লেগে দিক পরিবর্তন করে বল জালে জড়িয়ে যায়। আর তাতেই উল্লাসে ফেটে পড়ে ঢাকা জাতীয় স্টেডিয়ামের দর্শকরা। এই গোলের সুবাদে ম্যাচের শুরুতেই নিয়ন্ত্রণ নিয়েছে বাংলাদেশ।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত ২৮তম মিনিটের খেলা চলছে। বাংলাদেশ এগিয়ে আছে ১-০ গোলে।

এমআর/সবা

জনপ্রিয় সংবাদ

স্মৃতিসৌধে তারেক রহমান

এশিয়ান কাপ বাছাই

হামজার গোলে এগিয়ে বাংলাদেশ

আপডেট সময় : ০৮:৪৭:২২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ অক্টোবর ২০২৫

এএফসি এশিয়ান কাপ বাছাইপর্বের বাঁচা-মরার লড়াইয়ে হংকং চায়নার বিপক্ষে দুর্দান্ত শুরু করেছে বাংলাদেশ। ম্যাচের মাত্র ১৩ তম মিনিটেই তারকা মিডফিল্ডার হামজা চৌধুরীর গোলে লিড নিয়ে চালকের আসনে বসেছে হাভিয়ের কাবরেরার শিষ্যরা।

এটা হামজার বাংলাদেশের হয়ে দ্বিতীয় এবং ক্যারিয়ারের তৃতীয় গোল।
এই গোলটি যেন হংকংয়ের কোচ অ্যাশলে ওয়েস্টউডের এক মন্তব্যের মোক্ষম জবাব। ম্যাচের আগের দিন সংবাদ সম্মেলনে হামজাকে নিয়ে এক প্রশ্নের উত্তরে ওয়েস্টউড কটাক্ষ করে বলেছিলেন, ‘আমার দলে থাকলে সে সম্ভবত বেঞ্চে থাকতো’। সেই ‘বেঞ্চের খেলোয়াড়’ হামজাই আজ শুরুতেই তার গোলে চুপ করিয়ে দিলেন প্রতিপক্ষ শিবিরকে।

বক্সের বাঁদিকে একটি ফ্রি-কিক পায় বাংলাদেশ। হামজা চৌধুরীর নেওয়া বাঁকানো শটটি হংকংয়ের এক ফরোয়ার্ড হেড করে বিপদমুক্ত করতে চেয়েছিলেন। কিন্তু তার মাথায় লেগে দিক পরিবর্তন করে বল জালে জড়িয়ে যায়। আর তাতেই উল্লাসে ফেটে পড়ে ঢাকা জাতীয় স্টেডিয়ামের দর্শকরা। এই গোলের সুবাদে ম্যাচের শুরুতেই নিয়ন্ত্রণ নিয়েছে বাংলাদেশ।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত ২৮তম মিনিটের খেলা চলছে। বাংলাদেশ এগিয়ে আছে ১-০ গোলে।

এমআর/সবা