০১:১২ পূর্বাহ্ন, বুধবার, ৩১ ডিসেম্বর ২০২৫, ১৬ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

ফটিকছড়িতে এক টেবিলে বিএনপির ৫ মনোনয়নপ্রত্যাশী

ঐক্যের বার্তা নাকি কৌশলগত আলোচনা!

আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে দীর্ঘদিনের বিভাজন ও মতপার্থক্য কাটিয়ে অবশেষে এক টেবিলে বসেছেন চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনের বিএনপির পাঁচ শীর্ষ মনোনয়নপ্রত্যাশী। এতে এলাকায় রাজনীতিতে নতুন বার্তা দিয়েছে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।

চট্টগ্রাম বিভাগের দায়িত্বপ্রাপ্ত বিএনপির সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান শামীমের উদ্যোগে শুক্রবার রাতে চট্টগ্রাম নগরীর একটি বাসায় এই বৈঠক অনুষ্ঠিত হয়। সেখানে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় তথ্য ও গবেষণা বিষয়ক সহসম্পাদক কাদের গণি চৌধুরী, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ফয়সাল মাহমুদ ফয়েজী, চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক আলহাজ মো. সালাউদ্দিন, সরওয়ার আলমগীর এবং ফটিকছড়ি উপজেলা বিএনপির আহ্বায়ক অবসরপ্রাপ্ত কর্নেল আজিম উল্লাহ বাহার।

বৈঠক সূত্রে জানা যায়, দলের সাংগঠনিক কার্যক্রম, আসন্ন জাতীয় নির্বাচন এবং ঐক্যবদ্ধভাবে মাঠে কাজ করার কৌশল নিয়ে তারা আলোচনা করেন। সভায় তৃণমূল পর্যায়ে দলের কার্যক্রম আরও গতিশীল করা, নেতাকর্মীদের মধ্যে আস্থা ফিরিয়ে আনা এবং আন্দোলন ও নির্বাচনের প্রস্তুতি জোরদার করার ওপর জোর দেওয়া হয়।

দীর্ঘদিন ধরে ফটিকছড়ি বিএনপির রাজনীতি নানা অভ্যন্তরীণ কোন্দল ও গ্রুপিংয়ের কারণে স্থবির হয়ে পড়েছিল। এবার একসঙ্গে পাঁচ মনোনয়নপ্রত্যাশীর বসা সেই অচলাবস্থার ইতিবাচক পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে বলে স্থানীয় নেতাকর্মীরা মনে করছেন।

দলীয় সূত্রে জানা যায়, কেন্দ্রীয় নেতৃত্বও ফটিকছড়িতে ঐক্যবদ্ধভাবে নির্বাচনে অংশ নেওয়ার ওপর গুরুত্ব দিচ্ছে। আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে তৃণমূল নেতাদের ঐক্যবদ্ধ করতে কেন্দ্রীয় নেতারা একাধিকবার আলোচনায় বসার উদ্যোগ নিচ্ছেন।

বৈঠক শেষে বিএনপি নেতা কাদের গণি চৌধুরী বলেন, “আমরা সবাই এক উদ্দেশ্যে মাঠে নেমেছি—গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামে বিএনপিকে শক্তিশালী করা। মতের ভিন্নতা থাকতে পারে, কিন্তু লক্ষ্য একটাই—দেশনেত্রী খালেদা জিয়ার মুক্তি ও জনগণের ভোটাধিকার ফিরিয়ে আনা।”

ফয়সাল মাহমুদ ফয়েজী বলেন, “ফটিকছড়িতে বিএনপি এখন ঐক্যবদ্ধ। নেতাকর্মীরা যেকোনো চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত। কেন্দ্রীয় নেতারা আমাদের ঐক্যের যে বার্তা দিয়েছেন, আমরা তা বাস্তবায়ন করব।”

এদিকে স্থানীয় রাজনৈতিক মহলে এই বৈঠককে আগামী নির্বাচনের প্রস্তুতির অংশ হিসেবে দেখা হচ্ছে। দলীয় ঐক্য ও সাংগঠনিক শক্তি বাড়াতে এই সমাবেশকে “ঐক্যের সূচনা” বলেও অভিহিত করছেন অনেকে।

ফটিকছড়ি বিএনপির একজন জ্যেষ্ঠ নেতা নাম প্রকাশ না করার শর্তে বলেন, “দীর্ঘদিন পর সবাই একসাথে বসেছেন—এটাই বড় বিষয়। এটা ফটিকছড়ির রাজনীতিতে নতুন প্রাণ ফিরিয়ে আনবে।”

রাজনৈতিক পর্যবেক্ষকরা বলছেন, ফটিকছড়ির এই ঐক্য বিএনপির আঞ্চলিক রাজনীতিতে ইতিবাচক প্রভাব ফেলবে এবং কেন্দ্রীয় মনোনয়ন প্রক্রিয়াতেও তা গুরুত্ব পাবে।

সম্পাদনা:এম.রহমান/সবা

জনপ্রিয় সংবাদ

সোনারগাঁয়ে অবৈধ গ্যাস ব্যবহার করায় গুড়িয়ে দেয়া হয় দু’টি প্রতিষ্ঠান, একটি প্রতিষ্ঠানকে জরিমানা

ফটিকছড়িতে এক টেবিলে বিএনপির ৫ মনোনয়নপ্রত্যাশী

আপডেট সময় : ০৫:০৩:৪১ অপরাহ্ন, শনিবার, ১১ অক্টোবর ২০২৫

আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে দীর্ঘদিনের বিভাজন ও মতপার্থক্য কাটিয়ে অবশেষে এক টেবিলে বসেছেন চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনের বিএনপির পাঁচ শীর্ষ মনোনয়নপ্রত্যাশী। এতে এলাকায় রাজনীতিতে নতুন বার্তা দিয়েছে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।

চট্টগ্রাম বিভাগের দায়িত্বপ্রাপ্ত বিএনপির সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান শামীমের উদ্যোগে শুক্রবার রাতে চট্টগ্রাম নগরীর একটি বাসায় এই বৈঠক অনুষ্ঠিত হয়। সেখানে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় তথ্য ও গবেষণা বিষয়ক সহসম্পাদক কাদের গণি চৌধুরী, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ফয়সাল মাহমুদ ফয়েজী, চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক আলহাজ মো. সালাউদ্দিন, সরওয়ার আলমগীর এবং ফটিকছড়ি উপজেলা বিএনপির আহ্বায়ক অবসরপ্রাপ্ত কর্নেল আজিম উল্লাহ বাহার।

বৈঠক সূত্রে জানা যায়, দলের সাংগঠনিক কার্যক্রম, আসন্ন জাতীয় নির্বাচন এবং ঐক্যবদ্ধভাবে মাঠে কাজ করার কৌশল নিয়ে তারা আলোচনা করেন। সভায় তৃণমূল পর্যায়ে দলের কার্যক্রম আরও গতিশীল করা, নেতাকর্মীদের মধ্যে আস্থা ফিরিয়ে আনা এবং আন্দোলন ও নির্বাচনের প্রস্তুতি জোরদার করার ওপর জোর দেওয়া হয়।

দীর্ঘদিন ধরে ফটিকছড়ি বিএনপির রাজনীতি নানা অভ্যন্তরীণ কোন্দল ও গ্রুপিংয়ের কারণে স্থবির হয়ে পড়েছিল। এবার একসঙ্গে পাঁচ মনোনয়নপ্রত্যাশীর বসা সেই অচলাবস্থার ইতিবাচক পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে বলে স্থানীয় নেতাকর্মীরা মনে করছেন।

দলীয় সূত্রে জানা যায়, কেন্দ্রীয় নেতৃত্বও ফটিকছড়িতে ঐক্যবদ্ধভাবে নির্বাচনে অংশ নেওয়ার ওপর গুরুত্ব দিচ্ছে। আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে তৃণমূল নেতাদের ঐক্যবদ্ধ করতে কেন্দ্রীয় নেতারা একাধিকবার আলোচনায় বসার উদ্যোগ নিচ্ছেন।

বৈঠক শেষে বিএনপি নেতা কাদের গণি চৌধুরী বলেন, “আমরা সবাই এক উদ্দেশ্যে মাঠে নেমেছি—গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামে বিএনপিকে শক্তিশালী করা। মতের ভিন্নতা থাকতে পারে, কিন্তু লক্ষ্য একটাই—দেশনেত্রী খালেদা জিয়ার মুক্তি ও জনগণের ভোটাধিকার ফিরিয়ে আনা।”

ফয়সাল মাহমুদ ফয়েজী বলেন, “ফটিকছড়িতে বিএনপি এখন ঐক্যবদ্ধ। নেতাকর্মীরা যেকোনো চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত। কেন্দ্রীয় নেতারা আমাদের ঐক্যের যে বার্তা দিয়েছেন, আমরা তা বাস্তবায়ন করব।”

এদিকে স্থানীয় রাজনৈতিক মহলে এই বৈঠককে আগামী নির্বাচনের প্রস্তুতির অংশ হিসেবে দেখা হচ্ছে। দলীয় ঐক্য ও সাংগঠনিক শক্তি বাড়াতে এই সমাবেশকে “ঐক্যের সূচনা” বলেও অভিহিত করছেন অনেকে।

ফটিকছড়ি বিএনপির একজন জ্যেষ্ঠ নেতা নাম প্রকাশ না করার শর্তে বলেন, “দীর্ঘদিন পর সবাই একসাথে বসেছেন—এটাই বড় বিষয়। এটা ফটিকছড়ির রাজনীতিতে নতুন প্রাণ ফিরিয়ে আনবে।”

রাজনৈতিক পর্যবেক্ষকরা বলছেন, ফটিকছড়ির এই ঐক্য বিএনপির আঞ্চলিক রাজনীতিতে ইতিবাচক প্রভাব ফেলবে এবং কেন্দ্রীয় মনোনয়ন প্রক্রিয়াতেও তা গুরুত্ব পাবে।

সম্পাদনা:এম.রহমান/সবা