বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবস উপলক্ষ্যে রোববার ১৫ অক্টোবর নারায়ণগঞ্জে নানা কর্মসূচী পালিত হয়েছে। সকালে জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গন থেকে একটি র্যালী বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে আলোচনা সভা এবং ৪৮ জন প্রতিবন্ধীর মধ্যে হুইল চেয়ার ও সাদাছড়ি বিতরণ করা হয়। নারায়ণগঞ্জ জেলা প্রশাসন, জেলা সমাজসেবা কার্যালয় এবং প্রতিবন্ধী সাহায্য ও সেবাকেন্দ্রের যৌথ উদ্যোগে এবং বাংলাদেশ জাতীয় সমাজকল্যাণ পরিষদের অর্থায়নে দিবসটি পালিত হয়। এ বছর দিবসটির প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছিল ‘সাদাছড়ি হাতে ধরি, স্মার্ট বাংলাদেশ নিজে গড়ি।’
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নারায়ণগঞ্জের জেলা প্রশাসক মোঃ মাহমুদুল হক। জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক মোঃ আসাদুজ্জামান সরদারের সভাপতিত্বে উপস্থিত ছিলেন জেলা সিভিল সার্জন ডা. আবুল ফজল মুহম্মদ মুশিউর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ সাকিব আল রাব্বি, জেলা তথ্য অফিসার মোঃ কামরুজ্জামান, জেলা সমাজসেবা কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ সোলায়মান হোসেন, সমাজসেবা অফিসার (রেজিঃ) হামিদুল্লাহ মিয়া, প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা উম্মে কুলসুম প্রমুখ। সভা শেষে ২৮ জন প্রতিবন্ধীকে হুইল চেয়ার ও ২০ জন দৃষ্টি প্রতিবন্ধীকে সাদা ছড়ি বিতরণ করা হয়।
উল্লেখ্য সাদা ছড়ি বহনকারী দৃষ্টিপ্রতিবন্ধী ব্যক্তিকে নিরাপদে পথ চলতে সাহায্য করার উদ্দেশ্যে সচেতনতা গড়ে তুলতে প্রতিবছর বিশ্বের বিভিন্ন দেশের মতো বাংলাদেশেও ১৫ অক্টোবর দিবসটি পালিত হয়েছে।





















