বকেয়া বেতন ও ১০ দফা দাবিসহ সোমবার সকালে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে ভালুকা পৌরসভার বাঘরাপাড়া এলাকায় শেফার্ড গ্রুপের শ্রমিকরা। মহাসড়কে তাদের অবরোধের কারণে দুপাশে আটকে পড়ে ছোট-বড় সব ধরনের যানবাহন, যার ফলে যাত্রীরা মারাত্মক ভোগান্তিতে পড়েন।
শ্রমিকরা জানান, সেপ্টেম্বর মাসের বেতন এখনও পরিশোধ করা হয়নি। ২০ তারিখ বেতন দেওয়ার কথা থাকলেও তা ২৩ তারিখে দেওয়ার প্রতিশ্রুতি ও নির্দিষ্ট সময় না রাখার কারণে ক্ষুব্ধ হয়ে তারা আন্দোলনে নেমেছেন। তারা কারখানা থেকে বের হয়ে মহাসড়কে বসে ও শুয়ে অবরোধ করেন।
শ্রমিকদের মূল দাবিগুলো হলো- বকেয়া বেতন দ্রুত পরিশোধ। নির্ধারিত সময়ে বেতন প্রদানের নিশ্চয়তা। ওভারটাইমের হার ৬৮ শতাংশে বহাল রাখা। হাজিরা বোনাস বৃদ্ধি। টিফিন বিল বৃদ্ধি। অবসরোত্তর পেনশন ও ফান্ডের টাকা দ্রুত পরিশোধ এবং অন্যান্য ন্যায্য সুবিধা বজায় রাখা।
প্রশাসন ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছে শ্রমিকদের সঙ্গে আলোচনার পর কারখানা কর্তৃপক্ষ তাদের দাবিগুলো মেনে নেয়ার আশ্বাস দিলে অবরোধ তুলে নেওয়া হয়। শ্রমিকরা জানিয়েছেন, দাবিগুলো দ্রুত বাস্তবায়ন না হলে তারা আবারও আন্দোলনে নামতে বাধ্য হবেন।
কারখানা পক্ষ জানায়, সেনাবাহিনী ও প্রশাসনের সহযোগিতায় শ্রমিকদের সঙ্গে আলোচনা করে সমস্যা সমাধানের চেষ্টা চলছে এবং সেপ্টেম্বর মাসের বেতন আগামী ২০ তারিখে প্রদানের প্রতিশ্রুতি দেওয়া হয়েছে।
এমআর/সবা


























