চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) নির্বাচন উপলক্ষে শিক্ষার্থীদের নির্বিঘ্ন যাতায়াত নিশ্চিত করতে শাটল ট্রেন ও বাস সার্ভিসে বিশেষ সিডিউল ঘোষণা করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। পাশাপাশি নির্বাচনের দিন যান চলাচলেও জারি করা হয়েছে নিয়ন্ত্রণ। এসব ব্যবস্থা নেওয়া হয়েছে বিশ্ববিদ্যালয়ের পরিবহন দপ্তর ও প্রক্টর অফিসের যৌথ উদ্যোগে।
ঘোষিত সময়সূচি অনুযায়ী, নির্বাচনের দিন চট্টগ্রাম স্টেশন থেকে বিশ্ববিদ্যালয়গামী শাটল ট্রেন ছাড়বে সকাল ৭টা ৩০ মিনিট ও ৮টায়। ষোলশহর স্টেশন থেকে ছাড়বে সকাল ৯টা ৩০ মিনিট, ১০টা ১৫ মিনিট, ১১টা ৩০ মিনিট ও দুপুর ১২টায়। এছাড়া দুপুর ও রাতে আরও কয়েকটি ট্রেন চলবে চট্টগ্রাম স্টেশন থেকে—২টা ৩০ মিনিট, ৩টা ৩০ মিনিট, বিকেল ৫টা, রাত ৮টা ৩০ মিনিট ও ৯টায়।
বিশ্ববিদ্যালয় থেকে ষোলশহরগামী ট্রেন ছাড়বে সকাল ৮টা ৪০ মিনিট, ৯টা ৫ মিনিট, ১০টা ৩০ মিনিট ও ১১টা ৫ মিনিটে। চট্টগ্রাম স্টেশনমুখী ট্রেন ছাড়বে দুপুর ১টা, ২টা, ৩টা ৩৫ মিনিট, বিকেল ৪টা ৪০ মিনিট, সন্ধ্যা ৬টা ২০ মিনিট, রাত ৯টা ৪৫ মিনিট ও ১০টা ৪৫ মিনিটে।
বিশেষ এই সিডিউল সম্পর্কে সহকারী প্রক্টর নুরুল হামিদ কানন জানান, “চাকসু নির্বাচনে শিক্ষার্থীদের ভোটাধিকার প্রয়োগে যাতে কোনো ভোগান্তি না হয়, সে লক্ষ্যে আমরা সকালে, দুপুরে ও রাতে অতিরিক্ত ট্রেন সার্ভিস চালু করেছি।”
বাস সার্ভিসেও রাখা হয়েছে বিশেষ ব্যবস্থা। নগরীর নিউ মার্কেট এলাকা থেকে সকাল ৯টায় ৫টি বাস ক্যাম্পাসের উদ্দেশে ছেড়ে আসবে। ষোলশহর শপিং কমপ্লেক্স এলাকা থেকে সকাল ৯টা ও ১০টায় ৫টি করে মোট ১০টি বাস ছাড়বে বিশ্ববিদ্যালয়ের দিকে। বিকেলে বিশ্ববিদ্যালয় থেকে নগরের উদ্দেশ্যে বাস ছাড়বে দুপুর ৩টা ও ৪টায় (প্রতিটিতে ৫টি করে)। বিকেল ৫টায় নিউ মার্কেটগামী আরও ৫টি বাস ছেড়ে যাবে ক্যাম্পাস থেকে।
বিশ্ববিদ্যালয়ের পরিবহন প্রশাসক অধ্যাপক ড. মোহাম্মদ মোরশেদুল আলম বলেন, “নির্বাচন কমিশনের অনুরোধে সীমিত আকারে বাস সার্ভিস চালু করা হয়েছে। তবে শিক্ষার্থীদের প্রধান যাতায়াত মাধ্যম হিসেবে শাটল ট্রেনই ব্যবহারযোগ্য থাকবে।”
নির্বাচনের দিন যান চলাচলে থাকবে কঠোর নিয়ন্ত্রণ। বহিরাগত কোনো গাড়ি ক্যাম্পাসে প্রবেশ করতে পারবে না। যান চলাচল সীমিত থাকবে ৩ নম্বর গোডাউন কলোনি ও ভিসি বাংলো সামনের চেকপোস্ট পর্যন্ত। কাটা পাহাড় সড়কে যান চলাচল পুরোপুরি বন্ধ থাকবে।
তিন ধরনের যানবাহন চেকপোস্ট পেরিয়ে ক্যাম্পাসে প্রবেশ করতে পারবে—বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের পরিবহন; নির্বাচন কমিশনের গাড়ি; এবং সংবাদকর্মী ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর গাড়ি। তবে প্রার্থীসহ কোনো শিক্ষার্থীর গাড়ি ক্যাম্পাসে ঢুকতে পারবে না।
এই অনুমোদিত যানবাহনের জন্য পাস বা স্টিকার সংগ্রহ করতে হবে প্রক্টর অফিস থেকে। পাস সংগ্রহের সময় নির্ধারণ করা হয়েছে আজ ১৪ অক্টোবর সোমবার সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত।
বিশ্ববিদ্যালয় প্রশাসন আশা করছে, এসব ব্যবস্থা শিক্ষার্থীদের নির্বিঘ্নে ভোটাধিকার প্রয়োগে সহায়ক হবে এবং নির্বাচনের দিন ক্যাম্পাসে শৃঙ্খলা ও নিরাপত্তা বজায় থাকবে।
উল্লেখ্য, দীর্ঘ ৩৫ বছর পর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হচ্ছে চাকসু নির্বাচন। সর্বশেষ নির্বাচন হয়েছিল ১৯৯০ সালে। এবারের নির্বাচন চাকসুর ৭ম আসর।
এমআর/সবা


























