সমন্বিত উদ্যোগে টেকসই উন্নত বিশ্ব বিনির্মাণে মান’— এই প্রতিপাদ্যকে ধারণ করে গোপালগঞ্জে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে ৫৬তম বিশ্ব মান দিবস-২০২৫। মঙ্গলবার (১৪ অক্টোবর) সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষ ‘স্বচ্ছতা’-তে জেলা প্রশাসন ও বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউট (বিএসটিআই) গোপালগঞ্জের আয়োজনে অনুষ্ঠিত হয় আলোচনা সভা।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মুহম্মদ কামরুজ্জামান। সভায় সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) রুলি বিশ্বাস। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মো. মিজানুর রহমান এবং ডিডিএলজি ও গোপালগঞ্জ পৌরসভার প্রশাসক বিশ্বজিৎ কুমার পাল।
সভায় আরও বক্তব্য দেন বিএসটিআই গোপালগঞ্জের উপপরিচালক মো. মাসুদ আল মামুন, সহকারী পরিচালক (সিএম) গোবিন্দ কুমার ঘোষ, সহকারী পরিচালক (মেট্রোলজি) মো. বিল্লাল হোসেন, গোপালগঞ্জের গাজী বেকারির মালিক হিজবুল গাজী এবং শরীয়তপুর বেকারি মালিক সমিতির সাধারণ সম্পাদক আলী আশরাফ প্রমুখ।
আলোচনা সভাটি সঞ্চালনা করেন বিএসটিআই গোপালগঞ্জের পরিদর্শক (মেট্রোলজি) খাজা শাহ জালাল।
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মুহম্মদ কামরুজ্জামান বলেন, “মান দিবসের মূল বার্তা হলো শেয়ার্ড ভিশন বা সম্মিলিত দৃষ্টিভঙ্গি। আমরা সবাই যদি পণ্যের গুণগত মান ও ওজনের সঠিকতা বজায় রাখি, তাহলে টেকসই উন্নত সমাজ গড়ে তোলা সম্ভব।”
সভা শেষে অংশগ্রহণকারীরা পণ্যের গুণমান ও মান নিয়ন্ত্রণ বিষয়ে বিভিন্ন মতামত ও সুপারিশ তুলে ধরেন।
এমআর/সবা






















