০৯:১৩ পূর্বাহ্ন, রবিবার, ২৮ ডিসেম্বর ২০২৫, ১৪ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

চাকসু নির্বাচন নিয়ে শিবির প্যানেলের নানা অভিযোগ

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) নির্বাচনে নানা অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছে ছাত্রশিবির সমর্থিত ‘সম্প্রীতির শিক্ষার্থী জোট’ প্যানেলের প্রার্থীরা।

বুধবার (১৫ অক্টোবর) সন্ধ্যা ৬টার দিকে চাকসু ভবনের সামনে আয়োজিত জরুরী সংবাদ সম্মেলনে এসব অভিযোগ করেন তারা।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে সম্প্রীতির শিক্ষার্থী জোট প্যানেলের ভিপি প্রার্থী ইব্রাহীম রনি বলেন, “আইটি ভবনের ২১৪ নম্বর কক্ষে প্রিজাইডিং অফিসারের সই ছাড়াই ভোট কাস্টিং হয়েছে। প্রিজাইডিং অফিসার জানিয়েছে এটি অসতর্কতার জন্য হয়েছে। এই অসতর্কতার জন্য তাকে জবাবদিহিতার আওতায় আনতে হবে।” তিনি বলেন, “আলাওল হলের ছাত্রদলের জিএস প্রার্থীর সাথে ছাত্রদলের বহিরাগত নেতাকর্মীরা ভিতরে অবস্থান করেছে। এর মাধ্যমে প্রশাসন বহিরাগত ঠেকাতে ব্যর্থ হয়েছে।”

তিনি আরো বলেন, “আঙ্গুলের অমোচনীয় কালি উঠে যাওয়াতে আমরা শঙ্কা প্রকাশ করছি। অতিদ্রুত ভোট গণনা শেষ করে ফলাফল ঘোষণা করতে হবে। আমরা যে কোনো ধরনের ফলাফল মেনে নিতে প্রস্তুত আছি।”

সংবাদ সম্মেলনে সম্প্রীতির শিক্ষার্থী জোট প্যানেলের ভিপি প্রার্থী ইব্রাহীম রনিসহ প্যানেলের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

এমআর/সবা

জনপ্রিয় সংবাদ

শীতে বাড়ছে রোগ-বালাই

চাকসু নির্বাচন নিয়ে শিবির প্যানেলের নানা অভিযোগ

আপডেট সময় : ০৮:১০:৫০ অপরাহ্ন, বুধবার, ১৫ অক্টোবর ২০২৫

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) নির্বাচনে নানা অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছে ছাত্রশিবির সমর্থিত ‘সম্প্রীতির শিক্ষার্থী জোট’ প্যানেলের প্রার্থীরা।

বুধবার (১৫ অক্টোবর) সন্ধ্যা ৬টার দিকে চাকসু ভবনের সামনে আয়োজিত জরুরী সংবাদ সম্মেলনে এসব অভিযোগ করেন তারা।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে সম্প্রীতির শিক্ষার্থী জোট প্যানেলের ভিপি প্রার্থী ইব্রাহীম রনি বলেন, “আইটি ভবনের ২১৪ নম্বর কক্ষে প্রিজাইডিং অফিসারের সই ছাড়াই ভোট কাস্টিং হয়েছে। প্রিজাইডিং অফিসার জানিয়েছে এটি অসতর্কতার জন্য হয়েছে। এই অসতর্কতার জন্য তাকে জবাবদিহিতার আওতায় আনতে হবে।” তিনি বলেন, “আলাওল হলের ছাত্রদলের জিএস প্রার্থীর সাথে ছাত্রদলের বহিরাগত নেতাকর্মীরা ভিতরে অবস্থান করেছে। এর মাধ্যমে প্রশাসন বহিরাগত ঠেকাতে ব্যর্থ হয়েছে।”

তিনি আরো বলেন, “আঙ্গুলের অমোচনীয় কালি উঠে যাওয়াতে আমরা শঙ্কা প্রকাশ করছি। অতিদ্রুত ভোট গণনা শেষ করে ফলাফল ঘোষণা করতে হবে। আমরা যে কোনো ধরনের ফলাফল মেনে নিতে প্রস্তুত আছি।”

সংবাদ সম্মেলনে সম্প্রীতির শিক্ষার্থী জোট প্যানেলের ভিপি প্রার্থী ইব্রাহীম রনিসহ প্যানেলের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

এমআর/সবা