২০২৫ সালের এইচএসসি পরীক্ষায় জামালপুর জেলার দুটি কলেজ থেকে একজনও শিক্ষার্থী উত্তীর্ণ হতে পারেনি। জেলার মেলান্দহ উপজেলার এস এম শিখা মোখলেছুর রহমান কলেজ এবং বকশিগঞ্জ উপজেলার চন্দ্রবাজার রশিদা বেগম স্কুল অ্যান্ড কলেজ এই দুই শিক্ষা প্রতিষ্ঠানে পাসের হার শূন্য শতাংশ।
জানা যায়, মেলান্দহ উপজেলার ঘোষেরপাড়া ইউনিয়নের সগুনা এলাকার এস এম শিখা মোখলেছুর রহমান কলেজ থেকে বিজনেস স্টাডিজ শাখায় ৪ জন এবং মানবিক শাখায় ৬ জন শিক্ষার্থী এইচএসসি পরীক্ষায় অংশ নেয়। কিন্তু কেউই পাস করতে পারেনি।
অপরদিকে, বকশিগঞ্জ উপজেলার চন্দ্রবাজার রশিদা বেগম স্কুল অ্যান্ড কলেজের মানবিক বিভাগ থেকে অংশ নেওয়া ৬ জন শিক্ষার্থীও পরীক্ষায় অকৃতকার্য হয়েছে।
এমআর/সবা





















