নোয়াখালীর কবিরহাটে প্রেমিকের নানার বাড়ি থেকে কিশোরী প্রেমিকার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় প্রেমিক আরাব বিল্লা (১৯)কে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।
শনিবার (১৮ অক্টোবর) বিকেল ৪:৩০ মিনিটে উপজেলার চাপরাশিরহাট ইউনিয়নের নরসিংহপুর গ্রামের কবির মাস্টার বাড়ি থেকে সায়মা ইসলাম (১৭)-এর মরদেহ উদ্ধার করা হয়। সায়মা নোয়াখালী সরকারি কলেজের অনার্সের শিক্ষার্থী এবং সদর উপজেলার অশ্বদিয়া ইউনিয়নের প্রবাসী জিয়াউল হকের মেয়ে। প্রেমিক আরাব কবিরহাট উপজেলার বাটইয়া ইউনিয়নের মাদলা গ্রামের মো. সাহাব উদ্দিনের ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, সায়মার পরিবার সম্প্রতি তাকে পারিবারিকভাবে বিয়ে দিতে চাইলে সম্পর্কের বিষয়টি প্রকাশ পায়। এ নিয়ে পরিবারের সদস্যদের সঙ্গে মনোমালিন্য ঘটায়। গত তিনদিন ধরে নিখোঁজ থাকা সায়মা নিজের নানার বাড়িতে দরজা বন্ধ করে ফাঁসের সঙ্গে ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করে।
কবিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শাহীন মিয়া জানিয়েছেন, প্রাথমিক তদন্তে এটি আত্মহত্যা বলে মনে হচ্ছে। মরদেহ ময়না তদন্তের জন্য রোববার ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হবে। নিহতের পরিবারের লিখিত অভিযোগের ভিত্তিতে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এমআর/সবা






















