হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে আগুন নিয়ন্ত্রণে আসার পর রাত থেকেই যাত্রীসেবা পুনঃচালুর আশা প্রকাশ করেছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন উপদেষ্টা শেখ বশির উদ্দিন। শনিবার (১৮ অক্টোবর) রাতে আগুনের ঘটনাস্থল পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে তিনি জানান, “আগুন নিয়ন্ত্রণে এসেছে, তবে পুরোপুরি নির্বাপণ হয়নি। আমরা দ্রুত বিমানবন্দর চালু করার চেষ্টা করছি। আজ রাতের মধ্যেই ফ্লাইট কার্যক্রম স্বাভাবিক হবে।”
তিনি আরও বলেন, আমদানি পণ্য সংরক্ষণের জন্য বিকল্প ওয়্যারহাউজের ব্যবস্থা করা হবে। এর আগে বিমানবন্দরের রানওয়ে রাত ৯টা পর্যন্ত বন্ধ থাকার কারণে ঢাকা অভিমুখী আন্তর্জাতিক ফ্লাইটগুলোর অবতরণে সমস্যা সৃষ্টি হয়। হংকং থেকে আসা ক্যাথে প্যাসিফিক এয়ারলাইন্সের একটি বিমান দীর্ঘ সময় ঢাকার আকাশে চক্কর কাটতে বাধ্য হয়, দিল্লি থেকে আসা ইন্ডিগো ফ্লাইটকে কলকাতার বিমানবন্দরে নামানো হয়। এছাড়া ব্যাংকক থেকে আসা ইউএস-বাংলা এয়ারলাইনস এবং শারজাহ থেকে আসা এয়ার এরাবিয়ার ফ্লাইট চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।
অভ্যন্তরীণ রুটেও প্রভাব পড়ে; ঢাকা থেকে কুয়ালালামপুরগামী বাটিক এয়ার এবং ঢাকা-মুম্বাইগামী ইন্ডিগো ফ্লাইটগুলোও দীর্ঘ সময় ট্যাক্সিওয়েতে অপেক্ষা করে। কুয়েত বিমান কর্তৃপক্ষ জানিয়েছে, ঢাকা রানওয়ে খোলার আগে তাদের ফ্লাইট ছাড়বে না।
বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) জানিয়েছে, আনুমানিক দুপুর সোয়া ২টার দিকে কার্গো ভিলেজে আগুনের সূত্রপাত ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ২৮টি ইউনিট এবং বিমানবাহিনীর দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। এ প্রতিবেদন লেখা পর্যন্ত আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি।
এমআর/সবা

























