সিলেটে আগামী শুক্রবার (২৪ অক্টোবর) থেকে এনআইডি কার্ড ছাড়া কেউ ট্রেনে ভ্রমণ করতে পারবেন না এবং একজনের টিকিটে অন্য কেউ চলাচল করতে পারবে না, জানিয়েছেন সিলেটের জেলা প্রশাসক মো. সারোয়ার আলম।
শনিবার (১৮ অক্টোবর) রাত ৮টায় সিলেট রেলস্টেশন পরিদর্শনের পর সাংবাদিকদের তিনি বলেন, টিকিট কালোবাজারির অভিযোগের কারণে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রেল কর্তৃপক্ষ ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করে এনআইডি সংযোজনের মাধ্যমে কালোবাজারি অনেকাংশে কমানো সম্ভব হবে বলে আশা প্রকাশ করেছেন।
জেলা প্রশাসক আরও জানান, শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আগুন লাগার কারণে কিছু মানুষকে বিকল্পভাবে ট্রেনে যাওয়ার সুবিধা দিতে আজ বিশেষভাবে ৫৫ জন যাত্রীকে ট্রেনে ভ্রমণের অনুমতি দেওয়া হয়েছে। তবে এটি শুধুমাত্র আজকের জন্য প্রযোজ্য।
এমআর/সবা






















