ঢাকায় এমপিওভুক্ত শিক্ষকরা রোববার (১৯ অক্টোবর) বিকেল ৩টায় তাদের দাবির পক্ষে মিছিল শুরু করেন। তবে হাইকোর্টের মাজার গেট সংলগ্ন রাস্তায় পুলিশ ও বিজিবি সদস্যরা তাদের আটকে দেয়। এতে শিক্ষকরা শেষমেষ শহীদ মিনারে ফিরে যান।
শিক্ষকরা ‘দাবি মেনে নে, নয়তো বুকে বুলেট দে’, ‘৫ পার্সেন্ট দাবি মানি না, মানবো না’ স্লোগান দেন এবং কিছুক্ষণ সড়ক অবরোধ করেন। নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশ ও বিজিবি সদস্যরা তাদের ঘেরাও করেন এবং জলকামান ও সাজোয়ার যান সতর্ক অবস্থায় রাখা হয়।
এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের সভাপতি অধ্যক্ষ দেলাওয়ার হোসেন আজিজী বলেন, “আমাদের দাবির সঙ্গে আপস হবে না। ছয় লক্ষ শিক্ষক-কর্মচারীর দাবি মেনে না নিলে আন্দোলন আরও কঠোর হবে। তবে সন্ধ্যায় দাবি মানা হলে আন্দোলন স্থগিত হবে।”
তিনি আরও জানান, শিক্ষকরা শান্তিপূর্ণভাবে শহীদ মিনারে ফিরে গেছেন এবং কোনো বিশৃঙ্খলা হবে না।
এমআর/সবা













