বেতনভাতায় বাড়ি ভাড়া ও অন্যান্য সুবিধা বৃদ্ধির দাবিতে আন্দোলনরত এমপিওভুক্ত বেসরকারি প্রতিষ্ঠানের শিক্ষকরা সোমবার থেকে আমরণ অনশনে যাওয়ার ঘোষণা দিয়েছেন। রবিবার (১৯ অক্টোবর) বিকেলে হাইকোর্ট মাজার মোড়ে শিক্ষা জাতীয়করণপ্রত্যাশী জোটের সদস্যসচিব দেলাওয়ার হোসাইন আজিজী এ ঘোষণা দেন।
এর আগে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে “ভুখা মিছিল” নিয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শিক্ষকরা আবার শহীদ মিনারে ফিরে সমাবেশ করেন। টানা এক সপ্তাহ ধরে তারা রাজধানীতে বিভিন্ন কর্মসূচি পালন করছেন।
দাবি তিনটি ১) বেতনের ওপর ২০% বাড়িভাতা, ২) ১৫০০ টাকা চিকিৎসাভাতা, ৩) কর্মচারীদের ৭৫% উৎসবভাতা।

সরকার প্রাথমিকভাবে সর্বনিম্ন ২ হাজার টাকা হারে ৫ শতাংশ ভাতা দেওয়ার সিদ্ধান্ত জানালেও শিক্ষক নেতারা তা প্রত্যাখ্যান করে আগের দাবি বহাল রাখেন। আজিজী জানান, দাবির প্রজ্ঞাপন জারি না হওয়া পর্যন্ত ক্লাস–পরীক্ষা–প্রশাসনিক কার্যক্রম বন্ধ রাখার ঘোষণা বহাল থাকবে।
আন্দোলনের মধ্যে শহীদ মিনার, টিএসসি, শাহবাগ, শিক্ষাভবন এলাকায় অবস্থান, বিক্ষোভ, কালো পতাকা মিছিল ও ভুখা মিছিল অনুষ্ঠিত হয়েছে। এতে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় বেশ কয়েক ঘণ্টা তীব্র যানজট সৃষ্টি হয়, পরে শিক্ষকরা সরে গেলে যান চলাচল স্বাভাবিক হয়।
নেতারা জানান, অর্থ উপদেষ্টা দেশে ফিরে চূড়ান্ত সিদ্ধান্ত না দিলে আন্দোলন আরও কঠোর রূপ নিতে পারে। কয়েকজন শিক্ষক অসুস্থ হওয়ার পরও তারা কর্মসূচি বহাল রাখার ঘোষণা দিয়েছেন।
এমআর/সবা

























