০৬:৫৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর ২০২৫, ১১ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

জবি ছাত্রদল নেতার হত্যার প্রতিবাদে ইবিতে মহাসড়ক অবরোধ

জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শাখা ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য জুবায়েদ হোসাইনের রক্তাক্ত মরদেহ উদ্ধারের পর ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শাখা ছাত্রদল বিক্ষোভ মিছিল ও কুষ্টিয়া-খুলনা মহাসড়ক অবরোধ করেছে।

রবিবার (১৯ অক্টোবর) রাত সাড়ে ৮টায় বিশ্ববিদ্যালয়ের জিয়ামোড় থেকে মিছিল শুরু করে ছাত্রদলের নেতাকর্মীরা। মিছিলটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে মেইন গেটে এসে মহাসড়ক অবরোধ করে এবং সমাবেশের মাধ্যমে শেষ হয়।

বিক্ষোভে শাখা ছাত্রদলের আহ্বায়ক সাহেদ আহম্মেদ, সদস্য সচিব মাসুদ রুমি মিথুন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আনোয়ার পারভেজ, যুগ্ম আহ্বায়ক আহসান হাবীব, আবু দাউদ, আনারুল ইসলাম, সদস্য সাব্বির হোসেন, রাফিজ আহমেদ, নুর উদ্দিনসহ শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

মিছিলে নেতাকর্মীরা নানা ধরনের স্লোগান দেন, যেমন—
“জিয়ার সৈনিক, এক হও লড়াই করো”, “জাতীয়তাবাদী ছাত্রদল, জিন্দাবাদ জিন্দাবাদ”, “আমার ভাই মরলো কেন, ইন্টেরিম জবাব দে”, “ফাসি চাই, খুনিদের ফাসি চাই” ইত্যাদি।

শাখা ছাত্রদলের সদস্য সচিব মাসুদ রুমি মিথুন বলেন, “জুবায়েদ হত্যার সঙ্গে যারা জড়িত, তাদের দ্রুত গ্রেফতার করতে হবে। এছাড়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের সাজিদ আব্দুল্লাহ হত্যার খুনিরাও এখনো গ্রেফতার হয়নি। আমরা চাই, সব হত্যাকাণ্ডের সঙ্গে যুক্তদের শাস্তি নিশ্চিত করা হোক।”

আহ্বায়ক সাহেদ আহম্মেদ বলেন, “গত জুলাই থেকে একের পর এক ছাত্রদলের নেতাকর্মীকে হত্যা করা হচ্ছে। প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সাম্য, ইসলামী বিশ্ববিদ্যালয়ের সাজিদ এবং আজ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের জুবায়েদ—তাদের হত্যাকাণ্ডের সঙ্গে যুক্তদের গ্রেফতার না হওয়া পর্যন্ত আমরা রাজপথ ছেড়ে যাব না। প্রশাসন যেন দ্রুত দায়িত্ব পালন করে।”

উল্লেখ্য, রবিবার সন্ধ্যায় পুরান ঢাকার আরমানিটোলার পানির পাম্প গলির একটি বাসার সিঁড়ি থেকে জবি ছাত্রদল নেতার মরদেহ উদ্ধার করা হয়। নিহত জুবায়েদ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী এবং তার গ্রামের বাড়ি কুমিল্লায়।

এমআর/সবা

জনপ্রিয় সংবাদ

সপরিবারে হিথ্রো বিমানবন্দরে পৌঁছেছেন তারেক রহমান

জবি ছাত্রদল নেতার হত্যার প্রতিবাদে ইবিতে মহাসড়ক অবরোধ

আপডেট সময় : ০৯:৩৬:২২ অপরাহ্ন, রবিবার, ১৯ অক্টোবর ২০২৫

জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শাখা ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য জুবায়েদ হোসাইনের রক্তাক্ত মরদেহ উদ্ধারের পর ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শাখা ছাত্রদল বিক্ষোভ মিছিল ও কুষ্টিয়া-খুলনা মহাসড়ক অবরোধ করেছে।

রবিবার (১৯ অক্টোবর) রাত সাড়ে ৮টায় বিশ্ববিদ্যালয়ের জিয়ামোড় থেকে মিছিল শুরু করে ছাত্রদলের নেতাকর্মীরা। মিছিলটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে মেইন গেটে এসে মহাসড়ক অবরোধ করে এবং সমাবেশের মাধ্যমে শেষ হয়।

বিক্ষোভে শাখা ছাত্রদলের আহ্বায়ক সাহেদ আহম্মেদ, সদস্য সচিব মাসুদ রুমি মিথুন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আনোয়ার পারভেজ, যুগ্ম আহ্বায়ক আহসান হাবীব, আবু দাউদ, আনারুল ইসলাম, সদস্য সাব্বির হোসেন, রাফিজ আহমেদ, নুর উদ্দিনসহ শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

মিছিলে নেতাকর্মীরা নানা ধরনের স্লোগান দেন, যেমন—
“জিয়ার সৈনিক, এক হও লড়াই করো”, “জাতীয়তাবাদী ছাত্রদল, জিন্দাবাদ জিন্দাবাদ”, “আমার ভাই মরলো কেন, ইন্টেরিম জবাব দে”, “ফাসি চাই, খুনিদের ফাসি চাই” ইত্যাদি।

শাখা ছাত্রদলের সদস্য সচিব মাসুদ রুমি মিথুন বলেন, “জুবায়েদ হত্যার সঙ্গে যারা জড়িত, তাদের দ্রুত গ্রেফতার করতে হবে। এছাড়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের সাজিদ আব্দুল্লাহ হত্যার খুনিরাও এখনো গ্রেফতার হয়নি। আমরা চাই, সব হত্যাকাণ্ডের সঙ্গে যুক্তদের শাস্তি নিশ্চিত করা হোক।”

আহ্বায়ক সাহেদ আহম্মেদ বলেন, “গত জুলাই থেকে একের পর এক ছাত্রদলের নেতাকর্মীকে হত্যা করা হচ্ছে। প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সাম্য, ইসলামী বিশ্ববিদ্যালয়ের সাজিদ এবং আজ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের জুবায়েদ—তাদের হত্যাকাণ্ডের সঙ্গে যুক্তদের গ্রেফতার না হওয়া পর্যন্ত আমরা রাজপথ ছেড়ে যাব না। প্রশাসন যেন দ্রুত দায়িত্ব পালন করে।”

উল্লেখ্য, রবিবার সন্ধ্যায় পুরান ঢাকার আরমানিটোলার পানির পাম্প গলির একটি বাসার সিঁড়ি থেকে জবি ছাত্রদল নেতার মরদেহ উদ্ধার করা হয়। নিহত জুবায়েদ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী এবং তার গ্রামের বাড়ি কুমিল্লায়।

এমআর/সবা