ফেনীতে প্রথমবারের মতো শীতাতপ নিয়ন্ত্রিত বৃহৎ পরিসরের ফুড লাউঞ্জ ‘দি হেরিটেজ লাউঞ্জ’ উদ্বোধন হয়েছে। রোববার (১৯ অক্টোবর) সন্ধ্যায় আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় ক্রিকেট দলের খেলোয়াড় সাইফ উদ্দিন। বিভিন্ন শ্রেণি-পেশার গণ্যমান্য ব্যক্তির উপস্থিতিতে ৬০ জন হাফেজের কুরআন খতম, দোয়া ও ভোজের মধ্য দিয়ে লাউঞ্জটির যাত্রা শুরু হয়। এবারের প্রতিপাদ্য ছিল— “বাংলার ঐতিহ্য এক টেবিলে”।
উদ্বোধন উপলক্ষে বাংলা খাবারের সব আইটেমে ২০ অক্টোবর থেকে ২২ অক্টোবর রাত ১২টা পর্যন্ত থাকছে ২০% ডিসকাউন্ট। প্রতিষ্ঠান সূত্রে জানা গেছে, শুরুতেই ১৫৪ ধরনের মুখরোচক আইটেম নিয়ে লাউঞ্জটি চালু হয়েছে—সকালের নাস্তায় ২০ আইটেম, দুপুরে ২০ ধরনের মাংস, ১৬ ধরনের মাছ, ১১ ধরনের ভাজি-ভর্তা, ৯ ধরনের বিরিয়ানি, বিকেলে ২৭ প্রকার রুটি-পরটা ও চিকেন আইটেম, ৫ প্রকার বারবিকিউ, ১২ প্রকার জুস, ৯ প্রকার লাচ্ছি-মিল্কশেক এবং ১৫ প্রকার ডেজার্টসহ নানামুখী আয়োজন থাকছে এখানে।
প্রতিষ্ঠানটির পরিচালক মোশারফ হোসেন মজুমদার জানান, “ক্রেতাদের পছন্দই আমাদের পছন্দ। ফেনীবাসীর সহযোগিতা পেলে ভবিষ্যতে আরও বড় আয়োজন নিয়ে আসবো।” তিনি আরও বলেন, এখানে বিয়ে, জন্মদিন, আকিকাহ, সভা-সেমিনারসহ ছোট-বড় সব ধরনের সামাজিক অনুষ্ঠান আয়োজনেরও সুযোগ রয়েছে।
এমআর/সবা





















