ফেনী সরকারি কলেজ গলিতে পুকুর পাড়ে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে সুজন নামে ফেনী পৌরসভার এক ক্লিনার নিহত হবার খবর পাওয়া গেছে হয়েছে। তবে এই মূত্যুর বিষয়টি রহস্যজনক বলে পরিবারের পক্ষ থেকে অভিযোগ উঠছে। পুকুর পাড়ে টয়লেটের পাশে তার লাশ উদ্ধার করে তার ছোট ভাই। আজ শনিবার ভোরে তার আরেক বন্ধু বাদশার সাথে পুকুর পাড়ে গেলে এই ঘটনা ঘটে বলে পারিবারিক সূত্রে জানা গেছে।
সে ফেনী পৌর এলাকার বিরিঞ্চি বড়বাড়ির আবুল কাশেমের ছেলে।
নিহতের ভগ্নিপতি লিটন, জানান গুরুতর আহত অবস্থায় সুজনকে ফেনী সদর হাসপাতালের চিকিৎসার জন্য নিয়ে আসা হলে ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।
জানান, তার স্ত্রী ও এক সন্তান রয়েছে। বিয়ের পর থেকে তারা আলাদা সংসার করেছে। ময়নাতদন্তের জন্য লাশ ফেনী সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
ফেনী পৌরসভার দায়িত্ব সি এস আজিমুল হক জানান, নিহত সুজন পৌরসভার কোন পরিচ্ছন্নতা কর্মী তালিকা নেই। তবে সে কিছুদিন পরিচ্ছন্নতা কর্মীদের সাথে কাজ করেছে।
আরো একটি সূত্রে অভিযোগ রয়েছে নিহত সুজন, আরেক কর্মী বাদশার সাথে একসাথে কারেন্টের তার কেটে চুরি করত। তার চুরি করতে গিয়ে এই ঘটনা ঘটতে পারে বলে সন্দেহ প্রকাশ করেছে স্থানীয় জনগণ।
এমআর/সবা

























