আখাউড়া–সিলেট রেল সেকশনে সকল স্টেশন চালুকরণসহ ৮ দফা দাবির বাস্তবায়নের দাবিতে ১ নভেম্বর সিলেট টু শায়েস্তাগঞ্জ রেলপথ অবরোধ সমর্থনে মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার শমশেরনগর রেলওয়ে স্টেশনে রোববার (২৬ অক্টোবর) সকাল ১১টায় মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচী পালিত হয়েছে।
মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচীর সভাপতিত্ব করেন শমশেরনগর ইউনিয়ন বিএনপি সভাপতি ও সমাজকর্মী এনামুল হক শামীম, সঞ্চালনা করেন উপজেলা যুবদল নেতা গোলাম রাব্বাী। অনুষ্ঠানে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা নির্মল কুমার দাস, ৮ দফা দাবি বাস্তবায়ন, কুলাউড়া এর আহ্বায়ক সাংবাদিক আজিজুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক আতিকুর রহমান আকই, সাংবাদিক খালেদ পারভেজ বক্স, প্রনীত রঞ্জন দেবনাথ, নূরুল মোহাইমীন মিল্টন, নির্মল এস পলাশ, জয়নাল আবেদীন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মো: সায়েম, সদস্য সচিব রিয়াজুর রহমান রিজন ও শমশেরনগর ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক মুক্তার হোসেন প্রমুখ।
বক্তারা বলেন, সিলেট–ঢাকা ও সিলেট–কক্সবাজার রেলপথে দুটি স্পেশাল ট্রেন চালু করা, আখাউড়া–সিলেট রেলপথ সংস্কার ও ডুয়েলগেজ ডাবল লাইনে উন্নীতকরণ, ট্রেনের টিকেট কালোবাজারী রোধ, সিলেটের স্টেশনে আসন সংখ্যা বৃদ্ধি ও প্রতিটি ট্রেনে অতিরিক্ত বগি সংযোজনসহ বৃহত্তর সিলেটবাসীর প্রাণের দাবি ৮ দফা দ্রুত বাস্তবায়নের জন্য ১ নভেম্বর সিলেট টু শায়েস্তাগঞ্জ রেলপথ অবরোধ করা হবে।
তারা আরও বলেন, বিশ্বের বিভিন্ন দেশে অবস্থানরত সিলেটের প্রবাসীরা বিপুল পরিমাণ রেমিটেন্স পাঠিয়ে দেশের অর্থনৈতিক উন্নয়নে অবদান রাখলেও আখাউড়া–সিলেট রেলপথের সংস্কার নেই। পুরোনো বগি ও ইঞ্জিন দিয়ে ট্রেন চলাচল, ঘন ঘন দুর্ঘটনা, টিকেট সংকট এবং যাত্রীদের ভোগান্তি অব্যাহত রয়েছে।
বক্তারা অভিযোগ করেন, রেল স্টেশনের কিছু অসাধু মাস্টার ও কর্মচারীর যোগসাজষে একটি সিন্ডিকেট চক্র টিকেট কালোবাজারীর মাধ্যমে দ্বিগুণ, তিনগুণ টাকা হাতিয়ে নিচ্ছে। এসব দুর্নীতি ও অব্যবস্থাপনা রোধে ত্রুটিমুক্ত ইঞ্জিনসহ তাদের দাবিসমূহ বাস্তবায়িত না হলে ১ নভেম্বর সর্বাত্মক কর্মসূচী ও ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তোলা হবে।
এমআর/সবা






















