০৫:০৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০১ জানুয়ারী ২০২৬, ১৭ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

বোয়ালখালীতে কাভার্ডভ্যানে চালকের লাশ উদ্ধার

চট্টগ্রামের বোয়ালখালীতে একটি ট্রান্সপোর্ট কাভার্ডভ্যানে মো. মহিউদ্দিন (৪০) নামের চালকের লাশ পাওয়া গেছে। রোববার (২৬ অক্টোবর) দুপুরে কালুরঘাট বাদামতল এলাকায় পার্কিং করা গাড়িতে স্থানীয়রা লাশ দেখতে পান।

জানা যায়, মহিউদ্দিন ফটিকছড়ির নারায়ণ হাট এলাকার উকিল পাড়ার মো. ইউনুসের ছেলে। তার ১ ছেলে ও ১ মেয়ে রয়েছে। তিনি গত বৃহস্পতিবার রাতে কক্সবাজারের টেকনাফ থেকে মালামাল নিয়ে পূর্ব কালুরঘাটের হাক্কানী পেপার মিলে এসেছিলেন। ট্রান্সপোর্টের মালিক মো. রাসেল আহমেদ জানান, মহিউদ্দিন একা গাড়ি চালিয়ে বৃহস্পতিবার রাতে বোয়ালখালী পৌঁছান। পরদিন সকালে মালামাল আনলোড হয়, এবং সন্ধ্যায়ও তার সঙ্গে যোগাযোগ করা যায়। এরপর মোবাইলে যোগাযোগের চেষ্টা করেও সাড়া মেলেনি।

রোববার অন্য গাড়ির হেলপার গাড়িতে গিয়ে চালকের আসনে মহিউদ্দিনের লাশ দেখতে পান। বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ লুৎফুর রহমান বলেন, লাশ চালকের আসনের পেছনের বিশ্রামের সিটে শোয়া অবস্থায় পাওয়া গেছে। ডান হাত মাথার নিচে ছিল এবং পচন ধরে গেছে। লাশ সুরতহাল প্রতিবেদন শেষে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ মর্গে পাঠানো হয়েছে।

এমআর/সবা

বোয়ালখালীতে কাভার্ডভ্যানে চালকের লাশ উদ্ধার

আপডেট সময় : ০৬:৪২:০৭ অপরাহ্ন, রবিবার, ২৬ অক্টোবর ২০২৫

চট্টগ্রামের বোয়ালখালীতে একটি ট্রান্সপোর্ট কাভার্ডভ্যানে মো. মহিউদ্দিন (৪০) নামের চালকের লাশ পাওয়া গেছে। রোববার (২৬ অক্টোবর) দুপুরে কালুরঘাট বাদামতল এলাকায় পার্কিং করা গাড়িতে স্থানীয়রা লাশ দেখতে পান।

জানা যায়, মহিউদ্দিন ফটিকছড়ির নারায়ণ হাট এলাকার উকিল পাড়ার মো. ইউনুসের ছেলে। তার ১ ছেলে ও ১ মেয়ে রয়েছে। তিনি গত বৃহস্পতিবার রাতে কক্সবাজারের টেকনাফ থেকে মালামাল নিয়ে পূর্ব কালুরঘাটের হাক্কানী পেপার মিলে এসেছিলেন। ট্রান্সপোর্টের মালিক মো. রাসেল আহমেদ জানান, মহিউদ্দিন একা গাড়ি চালিয়ে বৃহস্পতিবার রাতে বোয়ালখালী পৌঁছান। পরদিন সকালে মালামাল আনলোড হয়, এবং সন্ধ্যায়ও তার সঙ্গে যোগাযোগ করা যায়। এরপর মোবাইলে যোগাযোগের চেষ্টা করেও সাড়া মেলেনি।

রোববার অন্য গাড়ির হেলপার গাড়িতে গিয়ে চালকের আসনে মহিউদ্দিনের লাশ দেখতে পান। বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ লুৎফুর রহমান বলেন, লাশ চালকের আসনের পেছনের বিশ্রামের সিটে শোয়া অবস্থায় পাওয়া গেছে। ডান হাত মাথার নিচে ছিল এবং পচন ধরে গেছে। লাশ সুরতহাল প্রতিবেদন শেষে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ মর্গে পাঠানো হয়েছে।

এমআর/সবা