০৭:৪৯ পূর্বাহ্ন, রবিবার, ২৮ ডিসেম্বর ২০২৫, ১৪ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

কক্সবাজারে বিএফইউজের সভা, সমন্বিত জাতীয় গণমাধ্যম নীতিমালা প্রণয়নের দাবি

কক্সবাজারে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে)-এর নির্বাহী পরিষদের সভা শনিবার রাতে অনুষ্ঠিত হয়েছে। সভায় বক্তারা সমন্বিত জাতীয় গণমাধ্যম নীতিমালা প্রণয়ন ও সাংবাদিকদের পেশাগত অধিকার নিশ্চিতের জোর দাবি জানান।

শহরের কলাতলীর একটি হোটেলে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন বিএফইউজের ভারপ্রাপ্ত সভাপতি ওবায়দুর রহমান শাহীন, এবং সঞ্চালনা করেন মহাসচিব কাদের গনি চৌধুরী। সভায় ২১ দফা দাবি উপস্থাপন করা হয়, যার মধ্যে উল্লেখযোগ্য হলো—‘নো ওয়েজ বোর্ড, নো মিডিয়া’ নীতি কার্যকর করা, সাংবাদিকদের সর্বনিম্ন বেতন ৩৫ হাজার টাকা নির্ধারণ, প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়ার জন্য নবম ওয়েজ বোর্ড বাস্তবায়ন এবং দশম ওয়েজ বোর্ড গঠন, সাংবাদিক সুরক্ষা নীতিমালা প্রণয়ন, সাপ্তাহিক দুই দিন ছুটি নিশ্চিতকরণ, সাংবাদিক দম্পতি সাগর-রুনিসহ সকল সাংবাদিক হত্যার বিচার দাবি, গণমাধ্যমের স্বাধীনতা বিরোধী সব কালাকানুন বাতিল এবং সাংবাদিকদের ন্যায্য পাওনা আদায়ের জন্য পৃথক শ্রম আদালত স্থাপন।

সভায় দেশের বিভিন্ন জেলা থেকে আগত সাংবাদিক নেতৃবৃন্দ, বিএফইউজের নির্বাহী কমিটির কর্মকর্তা এবং গণমাধ্যমকর্মীরা অংশগ্রহণ করেন।

আলোচনায় বক্তারা বলেন, সংবাদপত্র, রেডিও, টেলিভিশন, অনলাইন ও সামাজিক যোগাযোগমাধ্যম—সবক্ষেত্রে একটি সমন্বিত জাতীয় গণমাধ্যম নীতিমালা জরুরি হয়ে উঠেছে। এতে সাংবাদিকতার মানোন্নয়ন ও গণমাধ্যমের স্বাধীনতা রক্ষা পাবে।

এর আগে সাংবাদিক ইউনিয়ন কক্সবাজারের নবনির্বাচিত কমিটির অভিষেক ও পরিচিতি সভা অনুষ্ঠিত হয়। সেখানে জাতীয় প্রেসক্লাবের সভাপতি কবি হাসান হাফিজ, সাধারণ সম্পাদক আইয়ুব ভূঁইয়াসহ দেশের বিভিন্ন প্রান্তের সাংবাদিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এমআর/সবা

জনপ্রিয় সংবাদ

বেড়েছে চুরি-নারী নির্যাতন

কক্সবাজারে বিএফইউজের সভা, সমন্বিত জাতীয় গণমাধ্যম নীতিমালা প্রণয়নের দাবি

আপডেট সময় : ০৮:১৭:৪৯ অপরাহ্ন, রবিবার, ২৬ অক্টোবর ২০২৫

কক্সবাজারে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে)-এর নির্বাহী পরিষদের সভা শনিবার রাতে অনুষ্ঠিত হয়েছে। সভায় বক্তারা সমন্বিত জাতীয় গণমাধ্যম নীতিমালা প্রণয়ন ও সাংবাদিকদের পেশাগত অধিকার নিশ্চিতের জোর দাবি জানান।

শহরের কলাতলীর একটি হোটেলে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন বিএফইউজের ভারপ্রাপ্ত সভাপতি ওবায়দুর রহমান শাহীন, এবং সঞ্চালনা করেন মহাসচিব কাদের গনি চৌধুরী। সভায় ২১ দফা দাবি উপস্থাপন করা হয়, যার মধ্যে উল্লেখযোগ্য হলো—‘নো ওয়েজ বোর্ড, নো মিডিয়া’ নীতি কার্যকর করা, সাংবাদিকদের সর্বনিম্ন বেতন ৩৫ হাজার টাকা নির্ধারণ, প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়ার জন্য নবম ওয়েজ বোর্ড বাস্তবায়ন এবং দশম ওয়েজ বোর্ড গঠন, সাংবাদিক সুরক্ষা নীতিমালা প্রণয়ন, সাপ্তাহিক দুই দিন ছুটি নিশ্চিতকরণ, সাংবাদিক দম্পতি সাগর-রুনিসহ সকল সাংবাদিক হত্যার বিচার দাবি, গণমাধ্যমের স্বাধীনতা বিরোধী সব কালাকানুন বাতিল এবং সাংবাদিকদের ন্যায্য পাওনা আদায়ের জন্য পৃথক শ্রম আদালত স্থাপন।

সভায় দেশের বিভিন্ন জেলা থেকে আগত সাংবাদিক নেতৃবৃন্দ, বিএফইউজের নির্বাহী কমিটির কর্মকর্তা এবং গণমাধ্যমকর্মীরা অংশগ্রহণ করেন।

আলোচনায় বক্তারা বলেন, সংবাদপত্র, রেডিও, টেলিভিশন, অনলাইন ও সামাজিক যোগাযোগমাধ্যম—সবক্ষেত্রে একটি সমন্বিত জাতীয় গণমাধ্যম নীতিমালা জরুরি হয়ে উঠেছে। এতে সাংবাদিকতার মানোন্নয়ন ও গণমাধ্যমের স্বাধীনতা রক্ষা পাবে।

এর আগে সাংবাদিক ইউনিয়ন কক্সবাজারের নবনির্বাচিত কমিটির অভিষেক ও পরিচিতি সভা অনুষ্ঠিত হয়। সেখানে জাতীয় প্রেসক্লাবের সভাপতি কবি হাসান হাফিজ, সাধারণ সম্পাদক আইয়ুব ভূঁইয়াসহ দেশের বিভিন্ন প্রান্তের সাংবাদিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এমআর/সবা