খাগড়াছড়ির পানছড়িতে বিরল প্রজাতির বন্যপ্রাণী তক্ষকসহ চারজনকে আটক করেছে পুলিশ।
গতকাল সোমবার (২৭ অক্টোবর) উপজেলার সদর ইউপির কলোনী পাড়াস্থ মুক্তিযোদ্ধা জাদুঘর সংলগ্ন নির্মাণাধীন উপজেলা জিমনেশিয়াম এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন- ফেনীর দাগনভূইয়া উপজেলার আব্দুল হকের সন্তান মোঃ মামুনুল হক ওরফে খোকন (৪৭), ফেনী সদরের মৃত দেলোয়ার হোসেনের সন্তান সরোয়ার হোসেন (৫০) ও মৃত মিলন মিয়ার সন্তান মোঃ লিটন (৪৪) এবং পানছড়ি উপজেলার অক্ষয়পাড়া এলাকার আনন্দ মনি চাকমার সন্তান শুক্র সেন (৪৭)।
পানছড়ি থানা সূত্রে জানা যায়, আটককৃতরা তক্ষক ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্যে গোপনে লেনদেন করছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে পুলিশ তাদের আটক করে।
এ ঘটনায় পানছড়ি থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.জসিম উদ্দিন জানান, আটক আসামীদের বিরুদ্ধে বন্যপ্রাণী আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।
এমআর/সবা






















